TRENDING:

IPL 2021 Points Table: একই দিনে KKR ও MI -র জয়, বদলে গেল পয়েন্ট টেবলের ছক

Last Updated:

IPL 2021 Points Table -এ সাপ -সিঁড়ির খেলা জমে উঠেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ (IPL 2021)  এ মঙ্গলবার কেকেআর (KKR) বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম পঞ্জাব কিংস (MI vs PKBS) এই দুটি ম্যাচ ছিল৷ কেকেআর  প্রথম ম্যাচে ৩ উইকেটে জেতে৷ তারা লো স্কোরিং ম্যাচে হারায় দিল্লি ক্যাপিটাল্সকে৷ এই জয়ের ফলে প্লে অফের আশা আরও একটু উজ্জ্বল হল ৷ আইপিএলের পয়েন্ট টেবল  (IPL 2021 Points Table) বেশ চিত্তাকর্ষক জায়গায়৷
ipl 2021: points table latest update- Photo-PTI
ipl 2021: points table latest update- Photo-PTI
advertisement

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান (MI) পঞ্জাব কিংসকে হারিয়ে পরপর তিন ম্যাচ হারের পর ফের জয়ের ধারায় ফিরল৷ আবুধাবির হারের হ্যাটট্রিক শেষে জয়ে ফিরল তারা৷ রোহিত শর্মার দল পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারায়৷ জয়ে সৌরভ তিওয়ারি ৪৫ ও হার্দিক পান্ডিয়া ৪০ রান করেন৷ এই জয়ের ফলে মুম্বইয়ের পয়েন্ট তালিকায় ফের একবার বড় রদবদল করে দিল ৷ আইপিএল ২০২১ পয়েন্ট টেবল  (IPL 2021 Points Table) আরও আকর্ষণীয় হয়ে উঠল৷

advertisement

আরও পড়ুন - TMC in Tripura: আমবাসায় এবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস

আইপিএল ২০২১ -র শেষ পয়েন্ট টেবল (IPL 2021 Points Table)  অনুযায়ি মুম্বই ইন্ডিয়ান্স (MI) ১১ ম্যাচের ৫ টি তে জিতে ৫ নম্বরে উঠে এসেছে৷ অন্যদিকে পঞ্জাব ১১ ম্যাচের ৭ টি তে হেরে ৬ নম্বরে রয়েছে৷ কলকাতা নাইট রাইডার্স (KKR) ও আইপিএল পয়েন্ট  (IPL 2021 Points Table) তালিকায় ১১ মাচে ৫ টি জয় পেয়েছে৷ কিন্তু রান রেট ভালো থাকায় তারা মুম্বইয়ের আগে রয়েছে৷ চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচের  টি তে জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ দিল্লি ১১ ম্যাচের ৮ টি জয়ের দ্বারা দু নম্বরে রয়েছে৷ ব্যাঙ্গালোর ১০ ম্যাচের ৬ টি জিতে তিন নম্বরে রয়েছে৷

advertisement

দিল্লির হারে মুম্বইয়ের ক্ষতি

আরও পড়ুন - Indian Cricket Team-র কোচ কি ফের বিদেশি! Anil Kumble ছিটকে গেলেন রেস থেকে

সেরা ভিডিও

আরও দেখুন
ব্যান্ড, বাজনা, বাজির রোশনাই থেকে উদ্দাম নাচ! ঠাকুমার শেষযাত্রায় অবাক কাণ্ড সিউড়িতে
আরও দেখুন

মঙ্গলবার আইপিএল ২০২১ (IPL 2021) -এ ৪১ তম ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সকে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ৷ তার জেরে মুম্বই ধাক্কা খেয়েছে৷ যদি দিল্লি ম্যাচ জিতত তাহলে কলকাতা ১১ ম্যাচে ৪ টি জয় হত৷ আর মুম্বই নিজের জয়ের ফলে টপ ফোরে পৌঁছে যেত৷ কিন্তু ইয়ন মর্গ্যানের কেকেআর দারুণ পারফর্ম করে মুম্বইয়ের সেই আশায় জল ঢেলে দেয়৷ কলকাতা ১২৮ রানের লক্ষ্য ১৮.২ ওভারেই হাসিল করে নেয়৷ বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের নজর এখন আরসিবি বনাম রাজস্থান ম্যাচে থাকবে৷ যদি রাজস্থান রয়্যালস ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয় তাহলে তাদের ১১ ম্যাচে ৫ টি জয় হবে৷ তাহলে তারা পাঁচ নম্বরে চলে যেতে পারে৷ যেখানে এখন মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021 Points Table: একই দিনে KKR ও MI -র জয়, বদলে গেল পয়েন্ট টেবলের ছক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল