অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান (MI) পঞ্জাব কিংসকে হারিয়ে পরপর তিন ম্যাচ হারের পর ফের জয়ের ধারায় ফিরল৷ আবুধাবির হারের হ্যাটট্রিক শেষে জয়ে ফিরল তারা৷ রোহিত শর্মার দল পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারায়৷ জয়ে সৌরভ তিওয়ারি ৪৫ ও হার্দিক পান্ডিয়া ৪০ রান করেন৷ এই জয়ের ফলে মুম্বইয়ের পয়েন্ট তালিকায় ফের একবার বড় রদবদল করে দিল ৷ আইপিএল ২০২১ পয়েন্ট টেবল (IPL 2021 Points Table) আরও আকর্ষণীয় হয়ে উঠল৷
advertisement
আরও পড়ুন - TMC in Tripura: আমবাসায় এবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস
আইপিএল ২০২১ -র শেষ পয়েন্ট টেবল (IPL 2021 Points Table) অনুযায়ি মুম্বই ইন্ডিয়ান্স (MI) ১১ ম্যাচের ৫ টি তে জিতে ৫ নম্বরে উঠে এসেছে৷ অন্যদিকে পঞ্জাব ১১ ম্যাচের ৭ টি তে হেরে ৬ নম্বরে রয়েছে৷ কলকাতা নাইট রাইডার্স (KKR) ও আইপিএল পয়েন্ট (IPL 2021 Points Table) তালিকায় ১১ মাচে ৫ টি জয় পেয়েছে৷ কিন্তু রান রেট ভালো থাকায় তারা মুম্বইয়ের আগে রয়েছে৷ চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচের টি তে জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ দিল্লি ১১ ম্যাচের ৮ টি জয়ের দ্বারা দু নম্বরে রয়েছে৷ ব্যাঙ্গালোর ১০ ম্যাচের ৬ টি জিতে তিন নম্বরে রয়েছে৷
দিল্লির হারে মুম্বইয়ের ক্ষতি
আরও পড়ুন - Indian Cricket Team-র কোচ কি ফের বিদেশি! Anil Kumble ছিটকে গেলেন রেস থেকে
মঙ্গলবার আইপিএল ২০২১ (IPL 2021) -এ ৪১ তম ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সকে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) ৷ তার জেরে মুম্বই ধাক্কা খেয়েছে৷ যদি দিল্লি ম্যাচ জিতত তাহলে কলকাতা ১১ ম্যাচে ৪ টি জয় হত৷ আর মুম্বই নিজের জয়ের ফলে টপ ফোরে পৌঁছে যেত৷ কিন্তু ইয়ন মর্গ্যানের কেকেআর দারুণ পারফর্ম করে মুম্বইয়ের সেই আশায় জল ঢেলে দেয়৷ কলকাতা ১২৮ রানের লক্ষ্য ১৮.২ ওভারেই হাসিল করে নেয়৷ বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের নজর এখন আরসিবি বনাম রাজস্থান ম্যাচে থাকবে৷ যদি রাজস্থান রয়্যালস ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয় তাহলে তাদের ১১ ম্যাচে ৫ টি জয় হবে৷ তাহলে তারা পাঁচ নম্বরে চলে যেতে পারে৷ যেখানে এখন মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে৷