আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে (IPL 2021 Points Table) প্রথম দুটি স্থানে কোনও পরিবর্তন হয়নি৷ চেন্নাই ও দিল্লি দুই দলেরই ১৬ -১৬ অঙ্ক নিয়ে যথাক্রমে পয়েন্ট টেবলের এক ও দু নম্বরে রয়েছে৷ চেন্নাই রান রেটের বিচারে দিল্লিকে দু নম্বরে রেখে নিজেদের এক নম্বরে রেখেছে৷ ব্যাঙ্গালোর (RCB) ১১ ম্যাচের ৭ টি জয় পেয়েছে৷ পাশাপাশি নিজের রানরেটও শুধরে নিয়েছে৷ কেকেআরের কাছের হারের পর ব্যাঙ্গালোর নেট রানরেট বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল৷ এখন তাদের ১৪ পয়েন্ট রয়েছে৷ ব্যাঙ্গালোরের নেট রানরেট এখন -0.২০০৷ এই নয় এই জয়ের পরে নিজের দুই প্রতিপক্ষ থেকে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) থেকে ৪ অঙ্কের পার্থক্য করে নিয়েছে৷
advertisement
আরও পড়ুন - OMG! স্বামী একেবারে চরিত্রহীণ! বউয়ের ছবিতেই লুকিয়ে ছিল রহস্য, জুম করতেই এল সামনে
রাজস্থান রয়্যালস খেল খতম
রাজস্থান রয়্যালসের এদিকে আশা কার্যত শেষ৷ ব্যাঙ্গালোরের হারের পর প্লে অফের বড় ঝটকা লাগে৷ রাজস্থান এখন ১১ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে৷ তাদের রানরেট -০.৪৬৮৷ এই দল প্লে অফে পৌঁছনোর পর তিন ম্যাচে বড় পয়েন্টের অঙ্কে তাদের জিততে হবে৷ বর্তমানের পরিস্থিতি দেখে এটা অসম্ভব মনে হচ্ছে৷
প্লে অফের রেসে এখন রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ চতুর্থ নম্বর স্পটের জন্য কলকাতা (KKR) ও মুম্বইয়ের মধ্যে সবচেয়ে কড়া টক্কর হচ্ছে৷ আর পঞ্জাহ ও রাজস্থানকেও এই রেসের সম্পূর্ণ বাইরে রাখা যাচ্ছে না৷