আরও পড়ুন - IPL 2021: চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন Kuldeep Yadav
পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) একদম এক নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস৷ তারা ১০ ম্যাচে ৮ টি জয় ও ২ টি হারের সঙ্গে ১৬ পয়েন্ট পেয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স ১০ টি ম্যাচের ৮ টিতে জিতে ৮ পয়েন্টের মালিক৷ কিন্তু তারা নেট রানরেটে চেন্নাইয়ের থেকে পিছনে রয়েছে৷ ব্যাঙ্গালোর ১০ ম্যাচের ৬ টি তে জয় সহ তিন নম্বরে রয়েছে৷ কিন্তু চার থেকে ৭ নম্বরে যে দলগুলি রয়েছে তাদের সকলেরই ৮ করে পয়েন্ট রয়েছে৷ ফলে প্লে অফের লড়াই সোজা কথায় জমে ক্ষীর হয়ে গেছে৷
advertisement
আরও পড়ুন - Inzamam Ul Haq: পাক তারকার হঠাৎ করেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি,তারপর...
আইপিএল (IPL 2021) পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) রোমাঞ্চ
রাজস্থানের হারের পর এখন কলকাতা নাইট রাইডার্স (KKR), পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ১০ টি করে ম্যাচ খেলে ৮ করে পয়েন্ট পেয়েছে৷ রানরেট ভালো হওয়ায় কলকাতা চার নম্বরে রয়েছে৷ পঞ্জাব কিংস রয়েছে পাঁচ নম্বরে, রাজস্থান রয়্যালস রয়েছে ছ নম্বরে এবং মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৭ নম্বরে৷ পয়েন্ট টেবলের একদম তলানিতে রয়েছে অষ্টম স্থানে৷ উল্লেখ্য সানরাইজার্স হায়দরাবাদ ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেলেও যদি নিজেদের বাকি সবকটি ম্যাচ জেতে তাহলে তারাও প্লে অফে জিততে পারে৷ আসলে আইপিএল যেমন যেমন এগোচ্ছে ততই পয়েন্ট তালিকা আরও আকর্ষক হয়ে উঠছে৷
এর আগে আইপিএল ২০২১ -র (IPL 2021) ৪০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পরে জেসন রয় ও অধিনায়ক কেন উইলিয়ামসন স্টার ছিলেন ম্যাচের৷ দুজনেই ম্যাচে অর্ধশতরান করেন৷ যার জন্য রাজস্থান আর ম্যাচ জিততে পারেনি৷ জেসন রয় হায়দরাবাদের জন্য অভিষেক ঘটান এদিন৷ তিনি ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ উইলিয়ামসন ৫১ রান করেন৷ রাজস্থানের জার্সিতে অধিনায়ক সঞ্জু স্যামসন ৮২ রান করলেও বোলাররা বিশেষ দাগ কাটতে পারেননি৷