TRENDING:

IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক

Last Updated:

IPL 2021: আজ বিকেলে মেগা ম্যাচ, কলকাতার মুখোমুখি দিল্লি (KKR vs DC),তার আগে বুঝে নিন প্লে অফে যাওয়ার জন্য পয়েন্ট টেবলের ( IPL Points Table) অঙ্ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021)  রীতিমতো রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে৷ চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাল্স এখন  যেখানে দাঁড়িয়ে তাতে তারা প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছে৷  কিন্তু আর দুটি কোন দল যাবে তা নির্ধারণ করার জন্য বাকি ৬ টি দলের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হচ্ছে৷ আইপিএল ২০২১ (IPL 2021 ) ৪০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারায়৷ এরপরেই পয়েন্ট টেবল (IPL 2021 Points Table) চূড়ান্ত রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ রাজস্থান যদি এই ম্যাচে জিতত তাহলে তারা পয়েন্ট টেবলের টপ ফোরে পৌঁছতে পারত৷ কিন্ত তারা সানরাইজার্স হায়দরাবদের কাছে হেরে যায় ফলে ১০ ম্যাচের পর এখন চারটি দলেরই একই ৮ পয়েন্ট রয়েছে৷
ipl 2021 points table: kkr pbks rr mi 8 points after 10 matches- Photo-PTI
ipl 2021 points table: kkr pbks rr mi 8 points after 10 matches- Photo-PTI
advertisement

আরও পড়ুন - IPL 2021: চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন Kuldeep Yadav

পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) একদম এক নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস৷ তারা ১০ ম্যাচে ৮ টি জয় ও ২ টি হারের সঙ্গে ১৬ পয়েন্ট পেয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স ১০ টি ম্যাচের ৮ টিতে জিতে ৮ পয়েন্টের মালিক৷ কিন্তু তারা নেট রানরেটে চেন্নাইয়ের থেকে পিছনে রয়েছে৷ ব্যাঙ্গালোর ১০ ম্যাচের ৬ টি তে জয় সহ তিন নম্বরে রয়েছে৷ কিন্তু চার থেকে ৭ নম্বরে যে দলগুলি রয়েছে তাদের সকলেরই ৮ করে পয়েন্ট রয়েছে৷ ফলে প্লে অফের লড়াই সোজা কথায় জমে ক্ষীর হয়ে গেছে৷

advertisement

আরও পড়ুন - Inzamam Ul Haq: পাক তারকার হঠাৎ করেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি,তারপর...

আইপিএল   (IPL 2021)  পয়েন্ট টেবলের (IPL 2021 Points Table) রোমাঞ্চ

রাজস্থানের হারের পর এখন কলকাতা নাইট রাইডার্স (KKR), পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ১০ টি করে ম্যাচ খেলে ৮ করে পয়েন্ট পেয়েছে৷ রানরেট ভালো হওয়ায় কলকাতা চার নম্বরে রয়েছে৷ পঞ্জাব কিংস রয়েছে পাঁচ নম্বরে, রাজস্থান রয়্যালস রয়েছে ছ নম্বরে এবং মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৭ নম্বরে৷ পয়েন্ট টেবলের একদম তলানিতে রয়েছে অষ্টম স্থানে৷ উল্লেখ্য সানরাইজার্স হায়দরাবাদ ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেলেও যদি নিজেদের বাকি সবকটি ম্যাচ জেতে তাহলে তারাও প্লে অফে জিততে পারে৷ আসলে আইপিএল যেমন যেমন এগোচ্ছে ততই পয়েন্ট তালিকা আরও আকর্ষক হয়ে উঠছে৷

advertisement

এর আগে আইপিএল ২০২১ -র  (IPL 2021) ৪০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পরে জেসন রয় ও অধিনায়ক কেন উইলিয়ামসন স্টার ছিলেন ম্যাচের৷ দুজনেই ম্যাচে অর্ধশতরান করেন৷ যার জন্য রাজস্থান আর ম্যাচ জিততে পারেনি৷ জেসন রয় হায়দরাবাদের জন্য অভিষেক ঘটান এদিন৷ তিনি ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ উইলিয়ামসন ৫১ রান করেন৷ রাজস্থানের জার্সিতে অধিনায়ক সঞ্জু স্যামসন ৮২ রান করলেও বোলাররা বিশেষ দাগ কাটতে পারেননি৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021 Points Table: জমে ক্ষীর IPL-র পয়েন্ট টেবল, KKR ম্যাচের আগে জানুন অঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল