TRENDING:

IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update

Last Updated:

IPL 2021: MI vs SRH: কেকেআরের প্লে অফের টিকিট কি পাকা হল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) ৫৫ তম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)৷ টস সব ম্যাচেই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচের টস আপডেট  (Toss Update) একটু বেশিই গুরুত্বপূর্ণ৷ টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রোহিত শর্মা৷ এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করছেন মণীশ পান্ডে৷ ফলে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেলে যে প্লে অফে যাওয়ার সম্ভবনায় শুরুতেই বালি পড়ে যেত সেটা অন্তত হল না৷
IPL 2021: MI vs SRH: Toss update of the match- Photo-PTI
IPL 2021: MI vs SRH: Toss update of the match- Photo-PTI
advertisement

এদিকে এর আগে কলকাতা নাইট রাইডার্স  (KKR)  আইপিএল ২০২১ (IPL 2021) -র ৫৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালস  (RR)  ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে৷ এই জয়ের ফলে চতুর্থ স্থানে কেকেআরের অবস্থান আরও মজবুত হয়েছে৷ কার্যত তাদের প্লে অফে পৌঁছনো নিশ্চিত৷ চেন্নাই সুপার কিংস  (CSK) এবং দিল্লি ক্যাপিটাল্স (DC)  এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে৷ এখন প্লে অফের জন্য চতুর্থ দলের পরিস্থিতি আকর্ষণীয় হয়ে গেছে৷ এদিকে এই সবের জেরে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং পাঁচবারের আইপিএল ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে (Mumbai Indians in Playoff) পৌঁছনো প্রায় অনিশ্চিত৷

advertisement

ষষ্ঠ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এখনও অবধি অবশ্য পুরো আশা হারায়নি৷ কিন্তু মুম্বইয়ের প্লে অফে পৌঁছনোর রাস্তা খুবই জটিল৷ রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের ফলে কেকেআর (KKR) নিজের রানরেট খুবই ভালো করে নিয়েছে৷ এরফলে মুম্বই আরও চাপে পড়ে গেছে৷ প্লে অফে পৌঁছতে গেলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে হারাতে হবে৷

advertisement

আরও পড়ুন- বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের পুজো: বেড়াতে গিয়েও মিস হবে না অষ্টমীর অঞ্জলি আর পুজোর ভোগ!

শুক্রবার আইপিএল ২০২১ (IPL 2021) শেষ ডবল হেডারের শেষ ম্যাচ হবে৷ টুর্নামেন্টের এই প্রথম একইসঙ্গে দুটি ম্যাচ হবে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স খেলবে আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে৷ যদি সানরাইজার্স অধিনায়ক টসে জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে ছিটকে যাবে৷

advertisement

আরও পড়ুন - Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে বল করে তাহলে পয়েন্ট টেবলে কেকেআরকে কোনওভাবেই  ছিটকে দিতে পারবে না৷ তাতে যদি প্রথম ওভারেও ম্যাচ জিতে যায় তাহলেও প্লেঅফের টিকিট পাবে না৷ আইপিএলের (IPL2021) সবচেয়ে সফল দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে৷ তাদের নেট রানরেট -০.০৪৮, কিন্তু কেকেআর রাজস্থানের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় তাদের রানরেট +০.৫৮৭৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খারাপ হয়েছে পারফরম্যান্স৷ তারই জেরে তাদের এই রকমের অবস্থা, যখন তারা খেতাব রক্ষার লড়াইতে নেমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে পারল না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update
Open in App
হোম
খবর
ফটো
লোকাল