আইপিএল ২০২১ -র প্লে অফে (Playoff) যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জয় একমাত্র উপায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে৷ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এদিনের ম্যাচে হারলেও তাও একটা ক্ষীণ সুযোগ তাদের সামনে থাকবে৷ কিন্তু রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যদি এদিনের ম্যাচে কোনও ভাবে হারে তাহলে খেতাব ধরে রাখার আশায় একেবারে জল ঢালা হয়ে যাবে৷ আইপিএল প্লে অফের (IPL 2021 playoffs) আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ই একমাত্র উপায় তাদের৷
advertisement
আইপিএল ২০২১ এ (IPL 2021) রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Rajasthan Royals vs Mumbai Indians) দুটি দলই ১২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷ দুটি দলই ৫ টি করে জয় নিয়ে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে৷ সব এক হলেও রাজস্থান রয়্যালসের অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা অনেকটাই স্বস্তির কারণ এই ম্যাচে হারলে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ (IPL Playoff) থেকে ছিটকে যাবে৷ অন্যদিকে এই ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারবে রাজস্থান রয়্যালস৷
আরও পড়ুন - Lifestyle Tips: পিরিয়ডসের ব্যাথা থেকে, স্ট্রেস-Essential Oils ঘটায় ম্যাজিক উপশম
মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals) দুটি দলেরই এখনও অবধি দুটি করে ম্যাচ বাকি রয়েছে৷ মুম্বই আজ রাজস্থান ও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে৷ আজ যদি মুম্বই হেরে যায় তাহলে তাদের ১০ পয়েন্টই থেকে যাবে আর রাজস্থানের পয়েন্ট হবে ১২৷ রাজস্থান ৭ অক্টোবর কেকেআরের বিরুদ্ধে খেলবে৷ যাদের আগেই ১২ পয়েন্ট হয়ে রয়েছে৷ এই অবস্থায় কলকাতা ও রাজস্থানের ম্যাচে যে জিতবে সেই আইপিএল প্লে অফের টিকিট পেয়ে যাবে৷ কারণ যে দলই জিতবে তার ১৪ পয়েন্ট হবে৷ সেক্ষেত্রে নেট রানরেটের ওপর ভিত্তিতে পাওয়া যাবে শেষ চারের টিকিট৷
আরও পড়ুন - Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ
এদিকে রাজস্থানের কাছে মুম্বই নিজের শেষ ম্যাচ হায়দরাবাদের সঙ্গে খেললেও যদি জিতেও যায় তাহলে তাদের পয়েন্ট হবে ১২৷ এই ম্যাচে তাই জয় মুম্বই ইন্ডিয়ান্সের খুবই গুরুত্বপূর্ণ৷ হারলে তাদের দেশে ফেরাই ভবিত্যব হবে৷
এই মুহূর্তে দিল্লি ক্যাপিটাল্স ২০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে৷ এছাড়া চেন্নাই সুপার কিংস ১৮ পয়েন্ট নিয়ে দু নম্বরে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে৷ কেকেআর এখন পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে৷ আইপিএলের লিগ পর্বের ৫৬ টি ম্যাচের ৫০ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ রাজস্থান বনাম মুম্বই এই পর্বের ৫১ তম ম্যাচ হবে৷