TRENDING:

IPL 2021: RR vs MI: ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ম্যাচ মুম্বইয়ের, জানুন Toss Update

Last Updated:

IPL 2021 (Playoff)-র টিকিটের লড়াইতে থাকতে মুম্বইকে আজ হারাতেই হবে রাজস্থানকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) এখন বেশ কয়েকটি দলের কাছে করো নয় মরো পরিস্থিতি৷  মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (RR vs MI) ম্যাচটিও দুই দলের কাছেই প্রচণ্ড গুরুত্বপূর্ণ৷ মঙ্গলবার মুম্বই টসে (Toss Update) জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল
IPL 2021: Know toss update of Rajasthan Royals vs Mumbai Indians
IPL 2021: Know toss update of Rajasthan Royals vs Mumbai Indians
advertisement

আইপিএল ২০২১ -র প্লে অফে (Playoff) যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জয় একমাত্র উপায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে৷ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এদিনের ম্যাচে হারলেও তাও একটা ক্ষীণ সুযোগ তাদের সামনে থাকবে৷ কিন্তু রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যদি এদিনের ম্যাচে কোনও ভাবে হারে তাহলে খেতাব ধরে রাখার আশায় একেবারে জল ঢালা হয়ে যাবে৷ আইপিএল প্লে অফের (IPL 2021 playoffs) আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ই একমাত্র উপায় তাদের৷

advertisement

আইপিএল ২০২১ এ  (IPL 2021) রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Rajasthan Royals vs Mumbai Indians) দুটি দলই ১২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷ দুটি দলই ৫ টি করে জয় নিয়ে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে৷ সব এক হলেও রাজস্থান রয়্যালসের অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা অনেকটাই স্বস্তির কারণ এই ম্যাচে হারলে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ (IPL Playoff) থেকে ছিটকে যাবে৷ অন্যদিকে এই ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারবে রাজস্থান রয়্যালস৷

advertisement

আরও পড়ুন - Lifestyle Tips: পিরিয়ডসের ব্যাথা থেকে, স্ট্রেস-Essential Oils ঘটায় ম্যাজিক উপশম

মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals) দুটি দলেরই এখনও অবধি দুটি করে ম্যাচ বাকি রয়েছে৷ মুম্বই আজ রাজস্থান ও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে৷ আজ যদি মুম্বই হেরে যায় তাহলে তাদের ১০ পয়েন্টই থেকে যাবে আর রাজস্থানের পয়েন্ট হবে ১২৷  রাজস্থান ৭ অক্টোবর কেকেআরের বিরুদ্ধে খেলবে৷ যাদের আগেই ১২ পয়েন্ট হয়ে রয়েছে৷ এই অবস্থায় কলকাতা ও রাজস্থানের ম্যাচে যে জিতবে সেই আইপিএল প্লে অফের টিকিট পেয়ে যাবে৷ কারণ যে দলই জিতবে তার ১৪ পয়েন্ট হবে৷ সেক্ষেত্রে নেট রানরেটের ওপর ভিত্তিতে পাওয়া যাবে শেষ চারের টিকিট৷

advertisement

আরও পড়ুন - Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ

এদিকে রাজস্থানের কাছে মুম্বই নিজের শেষ ম্যাচ হায়দরাবাদের সঙ্গে খেললেও যদি জিতেও যায় তাহলে তাদের পয়েন্ট হবে ১২৷ এই ম্যাচে তাই জয় মুম্বই ইন্ডিয়ান্সের খুবই গুরুত্বপূর্ণ৷ হারলে তাদের দেশে ফেরাই ভবিত্যব হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটাল্স ২০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে৷ এছাড়া চেন্নাই সুপার কিংস ১৮ পয়েন্ট নিয়ে দু নম্বরে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে৷ কেকেআর এখন পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে৷ আইপিএলের লিগ পর্বের ৫৬ টি ম্যাচের ৫০ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ রাজস্থান বনাম মুম্বই এই পর্বের ৫১ তম ম্যাচ হবে৷

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: RR vs MI: ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ম্যাচ মুম্বইয়ের, জানুন Toss Update
Open in App
হোম
খবর
ফটো
লোকাল