এদিন শুরু থেকেই দাগ কাটতে ব্যর্থ দিল্লি ক্যাপিটাল্স৷ দলের ৩২ রানে প্রথম উইকেট হিসেবে পৃথ্বী শ-কে হারায় দিল্লি৷ উইকেট নেন বরুণ অ্যারন৷ এরপর শ্রেয়স আইয়ার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন৷ ফ্লপ ঋষভ পন্থ৷ তিনি করেন ৬ রান৷ হেটমেয়ার ১০ বলে ১৭ রান করলেও সেভাবে বড় রান করতে পারেননি৷ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ২ টি, লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট নেন৷
advertisement
আরও পড়ুন - ICC T20 World Cup 2021: কার নাম কাটা গেল, কার ভাগ্যে শিকে ছিঁড়ল, দেখে নিন বিশ্বকাপ দলে বদল
আইপিএল ২০২১এ (IPL 2021) এলিমিনেটরের কাঁটা পেরোনোর পর কেকেআরের সামনে এবার কোয়ালিফায়ার প্লেঅফ (Playoff)৷ কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC) ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন (Playing 11) দেখে নিন এক নজরে৷
কেকেআরের (KKR) কাছে আইপিএল ২০২১ -র (IPL 2021) এলিমিনেটরে বিশ্রী হার আরসিবি-র৷ তারপরেই আইপিএল প্লেঅফে (Playoff) দ্বিতীয় লাইফলাইন কেকেআরের, দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে শারজাতে ধুন্ধুমার হবে ২২ গজ৷ বুধবার দুর্গা মহাষ্টমীর দিন কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্লে অফ (Playoff) টসে (Toss Update) জিতে কেকেআর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ৷আইপিএলের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ৬বার প্লেঅফে (Playoff) খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে ২বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে বাকি ৪ বার স্বপ্নভঙ্গ। ১৩ বছরের আইপিএল-এর ইতিহাসে নাইটরা দুবার চ্যাম্পিয়ন। আরও একবার কাপ ছুঁয়ে দেখার সুযোগ ইয়ন মর্গ্যানের দলের সামনে।