আইপিএলে এ বছর প্রথম পর্বটা একেবারেই ভালো যায়নি কেকেআরের ৷ পয়েন্ট টেবলে আপাতত ৭ নম্বর স্থানে রয়েছে নাইটরা ৷ আমিরশাহীতে (UAE) টুর্নামেন্টের দ্বিতীয় দফায় তাই আজ থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে শাহরুখ খানের দল ৷ শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরে প্লে-অফের রাস্তা এখন বেশ কঠিন নাইটদের সামনে।
প্লে অফে যাওয়ার জন্য টুর্নামেন্টে নিজেদের বাকি সাত ম্যাচের মধ্যে অন্তত ৬টি-তে জেতাই এখন লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের ৷ কাজটা কঠিন হলেও অসম্ভব নয় ৷ ম্যাচের আগের দিন নিজের দলের উদ্দেশে শাহরুখের বার্তা (Shahrukh Khan's message for KKR), ‘‘মনে রেখো তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমাদের।’’
আরও পড়ুন- হার ভুলে দ্রুত ঘুরে দাঁড়াবে দল, বলছেন অধিনায়ক পোলার্ড
আজ, আরসিবির বিরুদ্ধে খুব একটা পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় যে কেকেআর হাঁটবে না, তা নিশ্চিতভাবেই বলে দেওয়া সম্ভব ৷ যে একমাত্র পরিবর্তন প্রথম একাদশে হতে পারে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে টিম সাউদি এবং লকি ফার্গুসনের মধ্যে কোনও একজন সুযোগ পেতে পারেন ৷ আপাতত যা অবস্থা, তাতে টিম সাউদিকেই প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি ৷
এর পাশাপাশি সাকিব আল হাসান (Shakib Al Hasan) আজকের ম্যাচে নাইটদের প্রথম একাদশে সুযোগ পান কী না, সেদিকেও সবার নজর থাকবে ৷ সুনীল নারিনের জায়গায় তাঁকে খেলানো হবে কী না, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে ৷ কারণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ ফর্মে ছিলেন শাকিব ৷ সেক্ষেত্রে তাঁকে খেলানোর কথা এদিনের ম্যাচে ভাবতেই পারে টিম ম্যানেজমেন্ট ৷
বিরাটের আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ
- Shubman Gill,
- Nitish Rana,
- Rahul Tripathi,
- Sunil Narine/ Shakib Al Hasan
- Eoin Morgan (c),
- Andre Russell,
- Dinesh Karthik (wk),
- Tim Southee/ Lockie Ferguson
- Shivam Mavi,
- Prasidh Krishna,
- Varun Chakravarthy