TRENDING:

Kartik Tyagi| IPL 2021: একাই বদলে দিলেন ম্যাচের ছক, কেমন ছিল কার্তিক ত্যাগীর শেষ ওভার

Last Updated:

আইপিএল ২০২১ -র (IPL 2021) রাজস্থান বনাম পঞ্জাব (RR vs PBKS) ম্যাচে কার্তিক ত্যাগীর (Kartik Tyagi) শেষ ওভার জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই:  কার্তিক ত্যাগী  (Kartik Tyagi) মঙ্গলবার রাতে পঞ্জাব কিংস (Punjab Kings) -র বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে গেমই বদলে দিলেন৷ এমন ঘটনা ঘটল যা ফের একবার ক্রিকেট যে মহান অনিশ্চয়তার গেম তাই প্রমাণ করে দিল৷ আইপিএল ২০২১ (IPL 2021)  রাজস্থান বনাম পঞ্জাব ম্যাচে (RR vs PBKS) পঞ্জাবকে জয়ের জন্য শেষ ওভারে ৪ রান করতে হত, ৮ উইকেট হাতে ছিল৷ সামনে ২০০ টি টোয়েন্টি ম্যাচে ২৫০ টি ছক্কা মারা অভিজ্ঞ ক্রিকেটার নিকোলাস পুরান ছিলেন৷  টি টোয়েন্টিতে একটি বা দুটি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ খেলা কার্তিক ২০ তম ওভার তাঁকে বল করতে দেন৷ ২ রানে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয়৷
 ipl 2021: kartik tyagi gives only 1 run and take 2 wickets against pbks in match winning 20th over- Photo-PTI
ipl 2021: kartik tyagi gives only 1 run and take 2 wickets against pbks in match winning 20th over- Photo-PTI
advertisement

আইপিএল ২০২১-র এই ম্যাচে ২০ বছরের কার্তিক ত্যাগী  (Kartik Tyagi in IPL 2021) ২০ ওভারের প্রথম বল ফুলটস দেন৷ এডেন মার্করম এক রান করতে পারেননি৷ ত্যাগী তৃতীয় বলে ওয়াইড ইয়র্কার দেন৷  নিকোলাস পুরান কাট মারার জায়গায় উইকেট হারান৷ তখন সঞ্জু স্যামসন ক্যাচ ধরে দেন ৷ এরপর ৩ রান করার দরকার ছিল৷ হাতে ৭ উইকেট ছিল৷

advertisement

দীপক ত্যাগী নিজের চতুর্থ বলে ফুল ওয়াইড বল করেন৷ এটা উইকেট থেকে অনেকটা বাইরে ছিল৷ কিন্তু হুডা বাইরে গিয়ে বল মারার একটা চেষ্টা ছিল৷ কারণ আম্পায়র এটাকে ওয়াইড বল ডাকেননি৷ পঞ্চম বলে ত্যাগী এমনটা দেন হুডা-র ব্যাটে বল লেগে স্যামসনের হাতে চলে যায়৷

advertisement

আরও পড়ুন - Sexual Harrashment-র অভিযোগ নিয়ে কঠোর নিয়ম চালু করতে চলেছে BCCI,আওতায় চুক্তিবদ্ধ Indian Cricketer!

এবার শেষ বলে পঞ্জাবের জয়ের জন্য ৩ রান দরকার ছিল৷ ত্যাগী শেষ বল ফের একবার ফুল ওয়াইড বল দেন৷ ফ্যাবিয়েন এলেন এতে রান করতে পারেননি৷ এইভাবে রাজস্থান রয়্যালস একটি হারা ম্যাচ জিতে যান৷ ত্যাগী ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন৷ এর আগে ৩ ওভারে ২৮ রান দিয়ে একটিও উইকেটও পাননি৷ ম্যাচে রাজস্থান প্রথমে ব্যাট করে ১৮৫ রান করেছিলেন৷ উত্তরে পঞ্জাব দল ৪ উইকেটে ১৮৩ রান করেন৷

advertisement

আরও পড়ুন -Weather Update: দেশের একাধিক জায়গায় আজকেও প্রবল Rain-র সম্ভবনা, জারি অরেঞ্জ অ্যালার্ট

২০০৯ মুনাফ প্যাটেল করেছিলেন এই কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কার্তিক ত্যাগী শেষ ওভারে সবচেয়ে কম রান বাঁচানোর জন্য মুনাফ প্যাটেলের সঙ্গে এক জায়গায় পৌঁছে গেলেন৷ মুনাফও ২০০৯ সালে রাজস্থানে -র হয়ে খেলতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে ৪ রান বানাতে পারেননি৷ কিন্তু মুম্বই ৭ উইকেট পড়ে গিয়েছিল৷ ১৪৬ রান তাড়া করতে নেমে মুম্বই ১৯ ওভারে ১৪২ রানে ৭ উইকেট হারিয়েছিল৷ শেষ ওভারে ৪ রান করতে হত৷ কিন্তু দল এক রান বানাতে চলে যান৷ ৩ উইকেট হারায়৷ সে সময় রান আউট হয়ে যান৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kartik Tyagi| IPL 2021: একাই বদলে দিলেন ম্যাচের ছক, কেমন ছিল কার্তিক ত্যাগীর শেষ ওভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল