ষষ্ঠ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এখনও অবধি অবশ্য পুরো আশা হারায়নি৷ কিন্তু মুম্বইয়ের প্লে অফে পৌঁছনোর রাস্তা খুবই জটিল৷ রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের ফলে কেকেআর (KKR) নিজের রানরেট খুবই ভালো করে নিয়েছে৷ এরফলে মুম্বই আরও চাপে পড়ে গেছে৷ প্লে অফে পৌঁছতে গেলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে হারাতে হবে৷
advertisement
আরও পড়ুন - Hasin Jahan: কখনও পুলে শরীর ডুবিয়ে, কখনও আবার পুলের ধারে লাস্যময়ী, Viral সব Photos
শুক্রবার আইপিএল ২০২১ (IPL 2021) শেষ ডবল হেডারের শেষ ম্যাচ হবে৷ টুর্নামেন্টের এই প্রথম একইসঙ্গে দুটি ম্যাচ হবে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স খেলবে আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে৷ যদি সানরাইজার্স অধিনায়ক টসে জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে ছিটকে যাবে৷
আরও পড়ুন - Lifestyle Tips: পিরিয়ডসের ব্যাথা থেকে, স্ট্রেস-Essential Oils ঘটায় ম্যাজিক উপশম
মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে বল করে তাহলে পয়েন্ট টেবলে কেকেআরকে কোনওভাবেই ছিটকে দিতে পারবে না৷ তাতে যদি প্রথম ওভারেও ম্যাচ জিতে যায় তাহলেও প্লেঅফের টিকিট পাবে না৷ আইপিএলের (IPL2021) সবচেয়ে সফল দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে৷ তাদের নেট রানরেট -০.০৪৮, কিন্তু কেকেআর রাজস্থানের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় তাদের রানরেট +০.৫৮৭৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খারাপ হয়েছে পারফরম্যান্স৷ তারই জেরে তাদের এই রকমের অবস্থা, যখন তারা খেতাব রক্ষার লড়াইতে নেমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে পারল না৷