ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সবথেকে বেশি টাকা রয়েছে কিংস ইলেভেন পঞ্জাবের হাতে। ৪২.৭০ কোটি টাকা রয়েছে প্রীতি জিন্টার দলের কাছে। কেকেআরের হাতে রয়েছে ৩৫.৬৫ কোটি টাকা। সবথেকে কম ১৪.৬০ কোটি টাকা রয়েছে ধোনির সিএসকের কাছে। ৬ জন বিদেশি-সহ সর্বাধিক ১২ জন ক্রিকেটার নিতে পারবে বিরাটের আরসিবি।
তালিকায় থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইজ একমাত্র রবিন উথাপ্পার। প্রাক্তন কেকেআর তারকার বেস প্রাইস দেড় কোটি টাকা। জয়দেব উনাদকট, ইউসুফ পাঠান, পীযূষ চাওলাদের বেস প্রাইস ১ কোটি টাকা।
advertisement
৭ জন বিদেশি ক্রিকেটারের বেস প্রাইজ থাকছে সর্বোচ্চ ২ কোটি টাকা। তালিকায় রয়েছে প্যাট কামিন্স, জস হ্যাজলউড, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেল স্টেইন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জোলো ম্যাথিউজ। ৮ ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারদের তালিকা দেওয়ার পর সেখান থেকে ৩৩২ ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৯৭১ ক্রিকেটার। ক্সওয়েল, ক্রিস লিন, মর্গ্যানদের মতো ক্রিকেটারদের নিয়ে টানাপোড়েন চলতে পারে নিলামে।
ক্যাপড ক্রিকেটার
--------------------
২ কোটি বেস প্রাইজে ৭ ক্রিকেটার
১.৫০ কোটি বেস প্রাইসে ১০ ক্রিকেটার। ১জন ভারতীয়, ৯ জন বিদেশি
১ কোটি বেস প্রাইসে ২৩ ক্রিকেটার। ৩ জন ভারতীয়, ২০ জন বিদেশি
৭৫ লাখ বেস প্রাইসে ১৬ ক্রিকেটার। ১৬ জনই ভারতীয়
৫০ লাখ বেস প্রাইস ৭৮ ক্রিকেটার। ৯ জন ভারতীয়, ৬৯ জন বিদেশি
আনক্যাপড ক্রিকেটার
--------------------
৪০ লাখ বেস প্রাইসে ৭ ক্রিকেটার। ১ জন ভারতীয়। ৬ জন বিদেশি
৩০ লাখ বেস প্রাইসে ৮ ক্রিকেটার। ৫ জন ভারতীয়। ৩ জন বিদেশি
২০ লাখ বেস প্রাইসে ১৮৩ ক্রিকেটার। ১৬৭ জন ভারতীয়। ১৬ বিদেশি