TRENDING:

হায়দরাবাদে গিয়ে কেমন আছেন বাংলার ছেলে, জানুন ঋদ্ধির জবানিতেই

Last Updated:

বাংলার ছেলে, কিন্তু আইপিএলের দলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন৷ আসলে দীর্ঘদিনই আইপিএলের মরশুমে তিনি ভিনদেশি ফ্রাঞ্চাইজিদের পছন্দের পাত্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়:   বাংলার ছেলে, কিন্তু আইপিএলের দলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন৷ আসলে দীর্ঘদিনই আইপিএলের মরশুমে তিনি ভিনদেশি ফ্রাঞ্চাইজিদের পছন্দের পাত্র৷
advertisement

২০১৩ সালে আইপিএলে তিনি খেলেছিলেন কিংস ইলেভেনের জার্সিতে৷ সে সময়ে তিনি ওপেন করতেন৷ এই স্লটে তিনি শতরানও করেছিলেন৷ এবার আবার হায়দরাবাদের জার্সিতে খেলতে নেমে সেই ওপেনিং স্লট পেয়েছেন৷ স্বভাবত শান্ত ঋদ্ধিমান সাহা যেকোনও পজিশন,অবস্থা সব কিছুতেই মানিয়ে নেন৷ কিন্তু এখন তিনি যে পজিশনে খেলতে নামছেন তা নিয়ে বেশ খুশি কলকাতা ময়দানের পাপালি৷

advertisement

ঋদ্ধিমান সাহা জানিয়েছেন, ‘‘আমি আমার সহজাত খেলা খেলতে পছন্দ করি৷ কোচ টম মুডি ও অধিনায়ক কেন উইলিয়ামসন আমাকে সেটা চালিয়ে যেতে বলেছেন৷ আমি ইনিংস ওপেন করার সুযোগ পাচ্ছি৷ এটা একটা বাড়তি সুযোগ৷ আমার স্বাভাবিক ক্রিকেট খেলার স্বাধীনতা ওঁরা দিয়েছেন৷ ’’

ঋদ্ধি আরও জানিয়েছেন তাঁকে দলের প্রয়োজনে যেখানে ব্যবহার করা হবে সেখানেই খেলতে তাঁর কোনও অসুবিধা নেই৷ পাশাপাশি অধিনায়ক কেন উইলিয়ামসনের ভূয়সী প্রশংসা করেছেন সানরাইজার্সের অধিনায়ক৷ ঋদ্ধি বলেছেন ‘‘কেন সবসময়ে ভীষণ ওপেন৷ ও সতীর্থদের থেকে পরামর্শ নেয়৷ ম্যাচে যাতে চাপহীণ থাকা যায় তার স্বাধীনতা ও দেয়৷ পাশাপাশি ও এতটাই শান্ত থাকে যা দলে পজিটিভ ভাইব আনতে সাহায্য করে৷ দলের সঙ্গে ওঁর বন্ডিংও দারুণ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ভারতের টেস্ট জার্সিতে খেলা ঋদ্ধি ব্যকরণ মেনে ক্রিকেট খেলতে পছন্দ করেন৷ তাঁর সাফ কথা খেলাটা ঠিক হলে রান আসবেই, তা সে টেস্ট ক্রিকেটই হোক বা টি-টোয়েন্টি৷ ফলে আইপিএলের ধামাকার বাজারেও নিজের ফোকাসে বিশ্বাসী বাঙালি ঋদ্ধি৷

বাংলা খবর/ খবর/খেলা/
হায়দরাবাদে গিয়ে কেমন আছেন বাংলার ছেলে, জানুন ঋদ্ধির জবানিতেই