TRENDING:

ম্যাচ শেষে হঠাৎ মুম্বইয়ের জার্সি কেন পরলেন লোকেশ রাহুল ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ওয়াংখেড়েতে কিংস ইলেভেন পঞ্জাব হারলেও আরও একটা দুর্দান্ত ইনিংসই দর্শকদের উপহার দিয়েছেন লোকেশ রাহুল ৷ ৬০ বলে ৯৪ রানের ইনিংসের পরও দল জিততে ব্যর্থ ৷ এবারের আইপিএল থেকেও ছিটকে যাওয়ার মুখে প্রীতির কিংস ইলেভেন পঞ্জাব ৷ বুধবার ম্যাচ শেষে মাঠে একটা অভিনব দৃশ্য দেখা গেল ৷ যা সচরাচর ক্রিকেট মাঠে দেখা যায় না ৷ ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে করমর্দনের পাশাপাশি নিজের জার্সি বদলও করেন রাহুল ৷
advertisement

আরও পড়ুন-কাজে এল না রাহুলের দুরন্ত ৯৪, মুম্বইকে জিতিয়ে নায়ক বুমরাহ

ফুটবল মাঠে এমন দৃশ্য প্রায়শই দেখা যায় ৷ কিন্তু ক্রিকেটে এদৃশ্য বিরল ৷ ম্যাচ শেষে জার্সি বদলের পাশাপাশি একে অপরের সঙ্গে আলিঙ্গনও করেন পাণ্ডিয়া এবং রাহুল ৷ নিজের দলের জার্সি ছেড়ে কেন মুম্বইয়ের জার্সি পরলেন রাহুল ? তার উত্তরে কিংস ইলেভেন ওপেনার জানান, ‘‘ আমি আর পাণ্ডিয়া খুব ভাল বন্ধু। ফুটবল মাঠের এই ছবি ক্রিকেট মাঠেও ফিরিয়ে আনতে চাই।আমাদের মধ্যে আগে থেকে এ ব্যাপারে কোনও কথাও হয়নি। ম্যাচের পরে হার্দিক আমার কাছ থেকে জার্সি চায়। আমরা একে অপরের জার্সি বদল করে নিই।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ শেষে হঠাৎ মুম্বইয়ের জার্সি কেন পরলেন লোকেশ রাহুল ?