TRENDING:

প্রথম প্লে অফে ছিল বৃষ্টির চোখ রাঙানি, দ্বিতীয় প্লে অফে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Last Updated:

ইডেন গার্ডেন্স জমজমাট ৷ পড়ে পাওয়া চোদ্দ আনার মতো প্লে অফ আয়োজনের সুযোগ হঠাৎই এসেছিল আইপিএলের মধ্যেই ৷ তখন স্বাভাবিকভাবেই জানা ছিল এই দু‘টি প্লে অফে কোন কোন দল খেলবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ইডেন গার্ডেন্স জমজমাট ৷ পড়ে পাওয়া চোদ্দ আনার মতো প্লে অফ আয়োজনের সুযোগ হঠাৎই এসেছিল আইপিএলের মধ্যেই ৷ তখন স্বাভাবিকভাবেই জানা ছিল এই দু‘টি প্লে অফে কোন কোন দল খেলবে ৷
advertisement

আইপিএল টেবলের সাপ সিঁড়ি পেরিয়ে কলকাতার দুটি প্লে অফেই খেলার সুযোগ পেয়ে গেল কেকেআর ৷ ঘরের মাঠে এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে এলিমিনেট করে দিয়েছে দীনেশ কার্তিকের দল ৷ তবে এই ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহের মেঘ ঘণীভূত হয়েছিল ৷

মঙ্গলবার দিনের প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল নাইটদের অনুশীলন ৷  এমনকি বুধবারের ম্যাচও ভেস্তে যাওয়ার সমূহ সম্ভবনা ছিল ৷ তবে দৈব বেঁকে বসেনি , কেকেআরও পুরো ম্যাচ খেলে তা জিতে নেয় ৷

advertisement

এদিকে শুক্রবার ফের ইডেনে আরও একটি প্লে অফ ৷ কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ ৷ তবে এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নেই ৷ একটি আন্তর্জাতিক আবহাওয়া সাইটের যা বিবরণ তাতে শুক্রবার একটি রৌদকরোজ্জ্বল দিন হতে চলেছে ৷ তবে সন্ধ্যার দিকে মেঘের সঞ্চার হবে ৷ তা বলে বৃষ্টির সম্ভবনা নেই ৷ সন্ধ্যার দিকে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় থাকতে চলেছে ৷ পাশাপাশি হালকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনাও থাকছে ৷

advertisement

Weather Courtesy- Accuweather

এদিকে বৃষ্টির সম্ভবনার পূর্বাভাস না থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ কিন্তু যত রাত গড়াবে তত বাড়বে ৷ সন্ধ্যা ৭ থেকে শুরু হবে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ৷ সেই সময় আর্দ্রতা যেখানে ৭৩ শতাংশ থাকবে সেটাই রাত ১১টায় ৮৫ শতাংশ হয়ে যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

তবে কলকাতার ফ্যানরা চাইবেন না বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাক ৷ কারণ আগের প্লে অফে একটি বলও খেলা না হলে কেকেআরই এলিমিনেটর ম্যাচ জিতে যেত কারণ গ্রুপ পর্বের পয়েন্টের ভিত্তিতে তারা লিগ টেবলে রাজস্থান রয়্যালসের থেকে আগে ছিল ৷ কিন্তু এই ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে সানরাইজার্স যেহেতু টেবলে কেকেআরের ওপরে আছে তাই তারাই চলে যাবে ফাইনালে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
প্রথম প্লে অফে ছিল বৃষ্টির চোখ রাঙানি, দ্বিতীয় প্লে অফে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস