TRENDING:

হায়দরাবাদে পৌঁছতে সমস্যায় নাইটরা, তাও টার্গেট ফ্যানদের হাসি ধরে রাখা

Last Updated:

হায়দরাবাদেও বৃষ্টির ভ্রুকুটি তাড়া করে বেরাচ্ছে নাইট রাইডার্স শিবিরকে ৷ পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে কেকেআরের বিমান অবতরণও বেশ চাপের হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ : কলকাতায় শুধু বৃষ্টিতে ভাসছে এমনটা ভাববেন না ৷ হায়দরাবাদেও বৃষ্টির ভ্রুকুটি তাড়া করে বেরাচ্ছে নাইট রাইডার্স শিবিরকে ৷ পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে কেকেআরের বিমান অবতরণও বেশ চাপের হয়েছিল ৷
advertisement

কেকেআরের বিমানের সহযাত্রী যাঁরা ইন্ডিগোর ফ্লাইট ৬ ই ৮৮৬ তে যাত্রা করেছিলেন তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৷ বৃষ্টির বেগ এতটাই ছিল যে অবতরণের সময়ে সমস্যার মুখে পড়েন ফ্লাইটের যাত্রীরা ৷ নির্ধারিত সময়ের প্রায় আধঘন্টা বাদে প্লেনটি নামে ৷

কলকাতা থেকে বিমানটি ছেড়েছিল দুপুর ২ টোয় ৷ নির্ধারিত সময়ে মানলে বিমানটির ৩.৫০ এ অবতরণ করার কথা ছিল ৷ কিন্তু সেটা নামতে পাড়ে ৪.২০ তে ৷ নামার পরও বিমান থেকে অবতরণ করতে পারেননি কেকেআর ক্রিকেটার সহ অন্য যাত্রীরাও ৷ প্রচন্ড ঝড়-বৃষ্টির জেরে বিমান থেকে আরও আধঘন্টা বাদে বেরোতে পারেন তাঁরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এদিকে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ তার আগে এই বিমান বিভ্রাটের খবর চিন্তায় রাখছে ফ্যানদের ৷ আসলে ফোকাস ঠিক রেখে নাইটরা যাতে এই ম্যাচ বার করতে পারেন তাই প্রধান চিন্তা নাইট থিঙ্কট্যাঙ্কেরও ৷

বাংলা খবর/ খবর/খেলা/
হায়দরাবাদে পৌঁছতে সমস্যায় নাইটরা, তাও টার্গেট ফ্যানদের হাসি ধরে রাখা