কেকেআরের বিমানের সহযাত্রী যাঁরা ইন্ডিগোর ফ্লাইট ৬ ই ৮৮৬ তে যাত্রা করেছিলেন তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৷ বৃষ্টির বেগ এতটাই ছিল যে অবতরণের সময়ে সমস্যার মুখে পড়েন ফ্লাইটের যাত্রীরা ৷ নির্ধারিত সময়ের প্রায় আধঘন্টা বাদে প্লেনটি নামে ৷
কলকাতা থেকে বিমানটি ছেড়েছিল দুপুর ২ টোয় ৷ নির্ধারিত সময়ে মানলে বিমানটির ৩.৫০ এ অবতরণ করার কথা ছিল ৷ কিন্তু সেটা নামতে পাড়ে ৪.২০ তে ৷ নামার পরও বিমান থেকে অবতরণ করতে পারেননি কেকেআর ক্রিকেটার সহ অন্য যাত্রীরাও ৷ প্রচন্ড ঝড়-বৃষ্টির জেরে বিমান থেকে আরও আধঘন্টা বাদে বেরোতে পারেন তাঁরা ৷
advertisement
এদিকে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ তার আগে এই বিমান বিভ্রাটের খবর চিন্তায় রাখছে ফ্যানদের ৷ আসলে ফোকাস ঠিক রেখে নাইটরা যাতে এই ম্যাচ বার করতে পারেন তাই প্রধান চিন্তা নাইট থিঙ্কট্যাঙ্কেরও ৷