TRENDING:

রাশিয়া বিশ্বকাপে পাড়ি জমাবে অভিনব স্প্যানিশ আর্মাডা, চমকদার নাম গেল বাদ

Last Updated:

বিশ্বকাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করল স্পেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ: বিশ্বকাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করল স্পেন ৷ ইনিয়েস্তাকে শেষ বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হলেও বেশ কিছু বড় নাম কাটা পড়েছে এবারের স্পেন দলে ৷ অ্যালভেরো মোরাতা, মার্কোস আলনসো, জাভি মার্তিনেজের মত তারকাদের ছাড়াই ঘোষিত হয়ে গেল বিশ্বকাপের দল ৷
advertisement

২০১০-র বিশ্বকাপ জয়ী স্পেন এবার জোর দিয়েছে নিজেদের ডিফেন্স ও মিডফিল্ডে ৷ এদিকে যেমন তরুণ বেশ কিছু প্লেয়ারের নাম নেই দলে, তেমনি নেই সিনিয়র ফুটবলার সেস ফ্যাব্রেগাস, হুয়ান মাতা, পেড্রো-ও ৷

আসলে লা লিগায় যে ফুটবলাররা ভালো পারফরম্যান্স করেছেন তাদের তুলে নেওয়ার ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে ৷

যেভাবে সিনিয়র ফুটবলারদের নামের ধার-ভারে আমল দেয়নি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ৷ বিশ্বকাপের আগে স্প্যানিশ আর্মাডা সকলের মধ্যেই চমক জাগিয়েছে ৷ তবে সেক্ষেত্রে ইনিয়েস্তার থেকে যাওয়াটাও বেশ বিস্ময়কর ৷ গ্রুপ বি-তে স্পেনের সঙ্গে রয়েছে পর্তুগাল ,মরোক্কো ও ইরান ৷ বিশ্বকাপের আগে সুইৎজারল্যান্ড ও টিউনিশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে  তারা ৷

advertisement

পুরো দল দেখে নিন একনজরে

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Photo Courtesy - Spainsh Football Association/ Twitter Handle

বাংলা খবর/ খবর/খেলা/
রাশিয়া বিশ্বকাপে পাড়ি জমাবে অভিনব স্প্যানিশ আর্মাডা, চমকদার নাম গেল বাদ