TRENDING:

আইপিএলের প্লে অফের ঠিক আগেই স্মৃতি বনাম হরমনপ্রীত, এ কোন লড়াই

Last Updated:

মহিলাদের ঐতিহাসিক টি-টোয়েন্টি এই ম্যাচ আয়োজিত হবে ২২ মে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মহিলাদের আইপিএল টুর্নামেন্ট শুরুর আর্জি মিতালী রাজ-রা অনেকদিন ধরেই জানিয়েছেন ৷ তবে টুর্নামেন্ট না পেলেও আপাতত একটি ম্যাচ আয়োজন করল বিসিসিআই ৷
advertisement

মহিলাদের ঐতিহাসিক টি-টোয়েন্টি এই ম্যাচ আয়োজিত হবে ২২ মে ৷ আইপিএলের প্রথম প্লে অফ খেলাটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷  আইপিএল ট্রেইলব্লেজার্স ও আইপিএল সুপারনোভাস এই দুই নামের দু‘টি দল ২০-২০ –র খেলায় মুখোমুখি হবে ৷

স্মৃতি মন্ধানা নেতৃত্ব দেবেন আইপিএল ট্রেইলব্লেজার্স –এ আর সুপারনোভার নেত্রী হরমনপ্রীত কৌর ৷ দুটি দলে মোট ২৬ জন ক্রিকেটার থাকবেন ৷ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ১০ জন বিদেশি ক্রিকেটার খেলবেন এই ম্যাচে ৷

advertisement

ট্রেইলব্লেজার্সেই রয়েছেন বঙ্গললনা ঝুলন গোস্বামী ৷ তাছাড়াও থাকছেন দীপ্তি শর্মা , ঝুলন গোস্বামী, জেমিমা রডরিগেজ ৷ বিদেশি তারকা থাকছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলে, বেথ মুনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুপারনোভা দলে হরমনপ্রীত কৌর –র দলে মিতালী রাজ এবং ভেদা কৃষ্ণমূর্তি ৷ এদের দলে বিদেশি তারকারা হলেন এলেসি পেরি, সোফি ডিভাইন, মেগ লানিং, মেঘান স্কাট, ডেনিয়েলা ওয়েট ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের প্লে অফের ঠিক আগেই স্মৃতি বনাম হরমনপ্রীত, এ কোন লড়াই