TRENDING:

ইডেনে মুম্বইয়ের কাছে ধরাশায়ী হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন শাহরুখ

Last Updated:

১০২ রানে রেকর্ড ব্যবধানে হেরে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হল নাইটদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইডেনে আরসিবি-র বিরুদ্ধে কেকেআরের প্রথম ম্যাচে এসেছিলেন ৷ তারপর কার্তিকরা একে একে অনেকগুলো হোম ম্যাচ খেলে ফেললেও একবারও কলকাতায় পা পড়েনি তাঁর ৷ অবশেষে বুধবার ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের দলের খেলা দেখতে সব কাজ ফেলে চলে এসেছিলেন ইডেনে ৷ কিন্তু কার্তিকরা হতাশই করলেন তাঁকে ৷ ১০২ রানে রেকর্ড ব্যবধানে হেরে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হল নাইটদের ৷ কেকেআর মালিককেও খেলা শেষে আর দেখা যায়নি ৷ ইডেন ছাড়লেন নিঃশব্দেই ৷
advertisement

মুম্বই-কেকেআর ম্যাচ মানেই যেন একটা আলাদা লড়াই ৷ কিং খানেরও যেন শুধুমাত্র এই ম্যাচটার প্রতিই বেশি আবেগ জড়িয়ে থাকে ৷ ওয়াংখেড়েতে একবার মুম্বই-কেকেআর ম্যাচের পরেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় পাঁচ বছরের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে নির্বাসিত করেছিল ৷ তারপর নির্বাসন উঠে গেলেও আর কোনওদিন ওয়াংখেড়ে মুখী হননি শাহরুখ ৷ বুধবার অনেক আশা নিয়েই মুম্বইকে হারানোর আশায় ইডেনে এসেছিলেন ৷ কিন্তু শুধু হারই নয় ৷ লজ্জাজনক হারে মাথা হেঁট করেই মাঠ ছাড়লেন কিং খান ৷

advertisement

Photo Courtesy: IPL/BCCI

মাঠে আগে টেনশনে ঘন ঘন সিগারেট খেতে দেখা যেত তাঁকে ৷ কিন্তু এখন ধূমপান নিষেধ হয়ে যাওয়ায় শুকনো মুখেই ইডেনের কর্পোরেট বক্সের বারান্দায় বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ ২১১ রান তাড়া করতে নেমে নাইটদের একের পর এক আউট দেখে হতাশ হওয়া ছাড়া যে আর কিছু করারও ছিল না বাদশার ৷ ম্যাচ শেষে কেকেআর সমর্থকদের উদ্দেশ্যে একটা বার্তা অবশ্য টুইটে দিয়ে গিয়েছেন তিনি ৷ শাহরুখ লেখেন, ‘‘ খেলাধূলায় স্পিরিটটাই আসল ৷ জয়/পরাজয় ফ্যাক্টর নয় ৷ কিন্তু আজ রাতে সমর্থকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ক্রিকেটারদের মধ্যে স্পিরিটের অভাবই লক্ষ্য করা গিয়েছে ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

মুম্বইয়ের কাছে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে এখন ভালমতোই বেকায়দায় টিম কেকেআর ৷ বাকী ম্যাচগুলোর প্রত্যেকটায় না জিতলে প্লে অফের আগেই যে দলকে বিদায় নিতে হবে ৷ সেটা এখন ভালমতোই বুঝে গিয়েছেন কেকেআর মালিকও ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে মুম্বইয়ের কাছে ধরাশায়ী হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন শাহরুখ