TRENDING:

নাইটদের জয়ে খুশি বাদশা, টুইট বার্তায় যা জানালেন কিং খান

Last Updated:

শাহরুখ খান এখন হ্যাপি ম্যান৷ তাঁর নাইটরা এখন জয়ের ধারায় ভাসছে৷ জয়পুরে কলকাতার বিজয় পতাকা উড়েছে৷ ২০ ওভারে রাজস্থানের তোলা ৮ উইকেটে ১৬০ –র জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: শাহরুখ খান এখন হ্যাপি ম্যান৷ তাঁর নাইটরা এখন জয়ের ধারায় ভাসছে৷ জয়পুরে কলকাতার বিজয় পতাকা উড়েছে৷  ২০ ওভারে রাজস্থানের তোলা ৮ উইকেটে ১৬০ –র জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর৷
advertisement

পাঁচ ম্যাচের শেষে বুধবার লিগ টেবলের এক নম্বরে জায়গা দখল করেছে নিয়েছে বাদশার নাইটরা৷ পাঁচ ম্যাচের ৩ টি তে জয়৷ দুটি হার৷ কলকাতা বাকিদের দুয়ো দিয়ে তাই এক নম্বরে জাঁকিয়ে বসেছে ৷

জয়ের ছন্দে ছেলেদের দেখে স্বাভাবিক ভাবেই টুইট করেছেন দলের কর্ণধার শাহরুখ খান৷ তিনি রাজস্থানে মাঠে হাজির থাকতে পারেননি৷ তা বলে কী ছেলেদের বুস্টিং করার বিশেষ বার্তা আসবে না৷ তা এল৷ কিং খান নিজের বার্তায় লিখেছেন, ‘‘কুরান, মাভি, গিল, বেবি তোমরা ধীরে ধীরে দানা বাঁধছ দেখে দারুণ খুশি৷ ডিকে, পীযূষ, রানা, কুলদীপ, রবি সকলেইতোমাদের পথ দেখাচ্ছে৷ সুনীল তুমি সুনীলই আছ, আন্দ্রে ও লিন তোমরা বিস্ফোরণের জন্য তৈরি৷ তোমাদের দলে থাকতে পেরে আমি দারুণ খুশি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Photo Courtesy: shah rukh khan/Twittter Handle

বাংলা খবর/ খবর/খেলা/
নাইটদের জয়ে খুশি বাদশা, টুইট বার্তায় যা জানালেন কিং খান