মহেন্দ্র সিং ধোনি চিরকালই কুল কম্পোজড হলেও সাক্ষী চিরকালই একটু বেশিই শিশু সুলভ ৷ এমনিতেই এবারের আইপিএলটা ধোনির জন্য বেশি চ্যালেঞ্জিং ৷ সাক্ষীও সেটা খুব ভালোভাবেই জানেন ৷ এবার তাই আরও বেশি সাপোর্টিভ স্ত্রী সাক্ষী ৷ বুধবার বিরাটদের দলের বিরুদ্ধে ফের একবার জ্বলে ওঠেন ধোনি ৷ আর সাক্ষীকে পায় কে ৷ তাই বিয়ের এতবছর পেরিয়ে যাওয়ার পরও স্বামীর থেকে চেয়ে ফেললেন সাক্ষী ৷
advertisement
আরও পড়ুন : ফিনিশারের কাজটাই করতে পেরেছি: ধোনি
আরে আপনি কী ভাবছেন, আর কিছু নয় সাক্ষী স্বামীর থেকে সিক্স চাইছিলেন তিনি ৷ আর সাক্ষীর সেই ওয়ান মোর সিক্স চাওয়া এখন টুইটারে ভাইরাল ৷
আসলে এদিন গ্যালারিতে ভারতের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের জন্য গলা ফাটাতে হাজির ছিলেন দুই স্ত্রী-ই ৷ ধোনির জন্য গলা ফাটাচ্ছিলেন সাক্ষী আর বিরাটের জন্য গলা ফাটাচ্ছিলেন অনুষ্কা ৷ কিন্তু ‘হার কর জিতনেওয়ালো কো বাজিগর ক্যাহতে হ্যায় ’শাহরুখের এই ডায়লগে খুব একটা মন রয়েছে অনুষ্কার মনে হল না ৷ বরং গ্যালারিতে ওয়াগসের লড়াইতে সাক্ষী ‘ জো জিতা ওহি সিকন্দর’ ঢঙে আনন্দে মেতে ওঠেন ৷