এখনও বাকি ১ টি ম্যাচ ৷ সেই ম্যাচটি জিতলে আরসিবি-র পয়েন্ট হবে ১৪ ৷ পাশাপাশি রান রেটও বেশ ভালো কোহলি ব্রিগেডের তাই তাদের সামনে শেষ ম্যাচের লড়াই অবধি প্লে অফের লাইফ লাইন থাকছে ৷
এতদিন অবধি সানরাইজার্স ছাড়া বাকি কারোর প্লে অফ বার্থ নিশ্চিত ছিল সেটা বলা যাচ্ছিল না ৷ তবে অঙ্কের হিসাব যা দেখা যাচ্ছে তাতে চেন্নাই সুপার কিংসের আরও দুটি ম্যাচ বাকি আছে ৷ পাশাপাশি তাদের পয়েন্ট ১৬ ৷ তাই তারা কার্যত প্লে অফে পৌঁছে যাচ্ছে ৷ একমাত্র কেকেআর নিজেদের শেষ ম্যাচ জিতলে সেই ১৬ পয়েন্টে পৌঁছতে পারে ৷ আর চেন্নাই যদি আর একটা ম্যাচও না জেতে তাহলেও ১৬ পয়েন্টই থাকবে ৷ আর কোনও দল ১৬ পয়েন্ট পেতে পারবে না ৷ তাই ধোনির দলেরও প্লে অফ নিশ্চিত ৷
advertisement
তবে কলকাতা ১৪ পয়েন্টের ঘাড়ে নিঃশ্বাস ফেলার দল এই মুহূর্তে ৪ টি ৷ যারা ১২ পয়েন্টে রয়েছে ৷ প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি যাদের ১৩ টি করে খেলা হয়েছে ৷ তারা হল মুম্বই, আরসিবি, রাজস্থান, কিংস ইলেভেন ৷
এদিকে কেকেআরের শেষ ম্যাচ লিগ টেবলের এক নম্বরে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ ফলে দীনেশ কার্তিক বাহিনী যদি আর কারোর মুখাপেক্ষী হয়ে না থাকতে চায় তাহলে কিন্তু সেই ম্যাচ জিতে নেওয়াই তাদের সহজ অপশন হবে ৷