TRENDING:

রাজস্থানের কাছে হারের জের, রেগে আগুন প্রীতি জিন্টা

Last Updated:

কিংস ইলেভেন পঞ্জাবের মালকিনের এ মরশুমে সময়টা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: আইপিএলের সময়ে মেজাজ হারিয়ে শিরোনামে আসাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন প্রীতি জিন্টা ৷ কিংস ইলেভেন পঞ্জাবের মালকিনের এ মরশুমে সময়টা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন ৷
advertisement

এবারের আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনের অধিনায়কত্বে খেলছে কিংস ৷ অপ্রত্যাশিত ভাবে অধিনায়ক হিসেবে দলকে দারুণ পরিচালনা করেছেন তিনি ৷ দলও রয়েছে আইপিএল টেবলের প্রথম চার দলের মধ্যেই ৷ কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারার পর হঠাৎই নাকি মেজাজ হারান প্রীতি জিন্টা ৷

File Photo

advertisement

এদিনের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৮ রান তাড়া করার ম্যাচে  অধিনায়ক অশ্বিনকে তিন নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ ৷ কিন্তু সেই সিদ্ধান্ত ব্যাকফায়ার করে ৷ শূন্য রানে আউট হয়ে যান তিনি ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ি এরপরেই ড্রেসিং রুমে সেওয়াগের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কিংস মালকিন ৷

advertisement

সূত্রের খবর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে কেন আগে পাঠান বীরু সেটা নিয়েই খুশি হননি প্রীতি ৷ করুণ নায়ার ও মনোজ তিওয়ারি-র মতো ব্যাটসম্যানরা লাইনআপে থাকা সত্ত্বেও তিনি কেন এই ধরণের সিদ্ধান্ত নেন সেটাই মানতে পারেননি প্রীতি ৷ এদিকে সংবাদমাধ্যমে এও বেরিয়ে যায় এই ঘটনার জেরে কিংস ইলেভেন ছাড়তে পারেন বীরু সেওয়াগ ৷

advertisement

Photo Courtesy :Priety Zinta Twitter Handle

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

এদিকে প্রীতি জিন্টা এই ঘটনার সত্যতা মানতে অস্বীকার করেছেন ৷ তিনি এই নিয়ে টুইট করে নিজের মনোভাব জানান,পাশাপাশি খবরটিকে মিথ্যা খবর বলে দাবি করেছেন পঞ্জাব মালকিন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রাজস্থানের কাছে হারের জের, রেগে আগুন প্রীতি জিন্টা