এবারের আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনের অধিনায়কত্বে খেলছে কিংস ৷ অপ্রত্যাশিত ভাবে অধিনায়ক হিসেবে দলকে দারুণ পরিচালনা করেছেন তিনি ৷ দলও রয়েছে আইপিএল টেবলের প্রথম চার দলের মধ্যেই ৷ কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারার পর হঠাৎই নাকি মেজাজ হারান প্রীতি জিন্টা ৷
advertisement
এদিনের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৮ রান তাড়া করার ম্যাচে অধিনায়ক অশ্বিনকে তিন নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ ৷ কিন্তু সেই সিদ্ধান্ত ব্যাকফায়ার করে ৷ শূন্য রানে আউট হয়ে যান তিনি ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ি এরপরেই ড্রেসিং রুমে সেওয়াগের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কিংস মালকিন ৷
সূত্রের খবর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে কেন আগে পাঠান বীরু সেটা নিয়েই খুশি হননি প্রীতি ৷ করুণ নায়ার ও মনোজ তিওয়ারি-র মতো ব্যাটসম্যানরা লাইনআপে থাকা সত্ত্বেও তিনি কেন এই ধরণের সিদ্ধান্ত নেন সেটাই মানতে পারেননি প্রীতি ৷ এদিকে সংবাদমাধ্যমে এও বেরিয়ে যায় এই ঘটনার জেরে কিংস ইলেভেন ছাড়তে পারেন বীরু সেওয়াগ ৷
এদিকে প্রীতি জিন্টা এই ঘটনার সত্যতা মানতে অস্বীকার করেছেন ৷ তিনি এই নিয়ে টুইট করে নিজের মনোভাব জানান,পাশাপাশি খবরটিকে মিথ্যা খবর বলে দাবি করেছেন পঞ্জাব মালকিন ৷