TRENDING:

‘প্রিটি ওম্যান‘-এর কিংস এখন এক নম্বর , প্রীতি এখন প্রীত বস

Last Updated:

একের পর এক ম্যাচ জিতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ স্বাভাবিক ভাবেই দারুণ খুশি মালকিন প্রীতি জিন্টা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: একের পর এক ম্যাচ জিতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ স্বাভাবিক ভাবেই দারুণ খুশি মালকিন প্রীতি জিন্টা ৷
advertisement

এবারের আইপিএলের নিলামের প্রথম দিনে নিলামে নজর কেড়েছিল প্রীতি জিন্টার বিডিং ৷ যাঁকে পাচ্ছিলেন তাঁকেই কিনে নিচ্ছিলেন ৷ দলের কোচ বীরেন্দ্র সেওয়াগ মজা করে জানিয়েছিলেন সেদিন প্রীতি শপিংয়ের মুডে ছিলেন ৷ এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছিলেন জানেন তো মেয়েরা শপিংয়ের মুডে থাকলে কী হয় ৷

আসলে কী হয়েছিল জয়ের খোঁজে থাকা প্রীতি জিন্টা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ৷ আর এই মুহূর্তে স্বপ্নের ফর্মে বলি সুন্দরীর দল ৷ ফিরোজ শাহ কোটলার অল্প রানের টার্গেট রক্ষা করতে নেমেও তা বাঁচিয়ে রাখতে পেরেছে কিংস ইলেভেন ফলে জয়ের ধারা অব্যহত তাদের ৷ এর আগে ক্যালিপসো কিংয়ের সঙ্গে মাঠে আনন্দে মেতেছিলেন প্রীতি জিন্টা ৷

advertisement

Chris Gayle dances with Kings XI Punjab owner Preity Zinta. (Image: AFP)

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে সোমবারের ম্যাচে ছিলেন না গেইল ৷ তবে ম্যাচ জিতে সেলফি তো বানতা হ্যায় ৷ অ্যারন ফিঞ্চ ছবি তুললেন কুল মালকিনের সঙ্গে ৷ ফিঞ্চ জানিয়েছেন এই মুহূর্তে প্রীতি এ ভেরি হ্যাপি বস ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘প্রিটি ওম্যান‘-এর কিংস এখন এক নম্বর , প্রীতি এখন প্রীত বস