TRENDING:

লিন, রাসেলকে নিয়ে আশায় কেকেআর

Last Updated:

ক্রিস লিন, আন্দ্রে রাসেলকে নিয়ে আশায় নাইটরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ক্রিস লিন, আন্দ্রে রাসেলকে নিয়ে আশায় নাইটরা। এপ্রিলের প্রস্তুতি শিবিরের আগেই শহরে ২ তারকা। কাঁধের চোট সারিয়ে প্রথম ম্যাচেই নামতে আশাবাদী লিন। ওপেনিং স্লটে বিকল্প ভাবতে হবে না কালিসকে। নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন ক্যারিবিয়ান রাসেলও।
advertisement

খেলার বিষয়ে নিজেও আশাবাদী লিন ৷ তিনি বলেন, ‘‘ ডাক্তার এবং ফিজিওরা আমার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি দেখে খুশি ৷ দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে ৷ মনে হচ্ছে সবকিছু এভাবে চললে আইপিএলে প্রথম ম্যাচ থেকেই খেলতে কোনও সমস্যা হবে না ৷ আর যদি সেটা না হয়, তাহলেও পৃথিবীটা শেষ হচ্ছে না ৷ আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ ’’

advertisement

আরও পড়ুন---

তরুণ নাইটদের সাহায্য করতে প্রস্তুত বিনয় কুমার

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

শুক্রবার সকালে দমদমের এক স্কুলে হাজির হন পীযুষ চাওলা-সহ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ৩ ক্রিকেটার। মাভি, গিল, নাগারকোটিদের সংবর্ধনা। নিজেকে চেনাতে মরিয়া উত্তরপ্রদেশের অনামী রিঙ্কু সিং। গত মরশুমে কিংসদের দলে সেহওয়াগের পরামর্শে উপকৃত রায়নার ভক্ত পার্টটাইম লেগ স্পিনার। আইপিএলে ডিআরএস চালু হওয়ায় খুশি বিনয় কুমার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
লিন, রাসেলকে নিয়ে আশায় কেকেআর