TRENDING:

জিমে ফাঁকি, কড়া শাস্তি মুম্বই ইন্ডিয়ন্সের, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

দলের পারফরম্যান্স বিশেষ ভালো নয় ৷ কড়া সমালোচনার মুখেও পড়তে হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ন্সকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দলের পারফরম্যান্স বিশেষ ভালো নয় ৷ কড়া সমালোচনার মুখেও পড়তে হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ন্সকে ৷ এবার তারা শাস্তি দেওয়া শুরু করল ৷
advertisement

সিরিয়স হয়ে গেলেন নাকি ৷ পারফরম্যান্স না করার জন্য শাস্তি নয় ৷ এমআই তার নিজের ক্রিকেটারদের শাস্তি দিচ্ছে নিয়মবিধি ভঙ্গ করলে ৷ সোজা কথায় ডিসিপ্লিন ভাঙলেই এক ঘা ৷ কিন্তু শাস্তিটিও বেশ মজার ৷

যে বা যাঁরা নিয়ম ভাঙছেন, ধরুণ নির্দিষ্ট সময়ে জিমে পৌঁছলেন না তাহলে তাঁদের ইমোজি আঁকা এক বিশেষ পোশাক পড়ে দলের সঙ্গে যেতে হবে ৷ প্রথম ধাক্কায় তিন ক্রিকেটার এর আওতায় পড়েছেন ৷ তাঁরা হলেন ইশান কিষাণ, অনুকূল রায়, রাহুল চাহার ৷ জিম সেশন মিস ব্যাস নেমে এল শাস্তির খাঁড়া ৷

advertisement

শুধু শাস্তি দিয়েই ক্ষান্ত হয়নি মুম্বই ইন্ডিয়ন্স ৷ তারা পুরো ঘটনাটি শ্যুট করে নিজেদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছে ৷ ফলত যা হবার তাই ভিডিও ভাইরাল ৷ যে পোশাকটি পড়ে ক্রিকেটাররা ঘুরছেন তার নাম ‘ইমোজি কিট’৷

ইশান কিষাণ জানিয়েছেন , ‘‘দু‘দিন আগেই আমায় এটা জানানো হয়েছিল কিন্তু আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম ৷ তাই আমি জিম সেশন মিস করি ৷’’

advertisement

তিনি আরও জানিয়েছেন, ‘‘আমার খুব অপ্রস্তুত লাগছে , যার জন্য আমি এয়ারপোর্টের মধ্যে সানগ্লাসও খুলিনি ৷ কারোর চোখে চোখ রাখতেও পারছিলাম না ৷ আমি আর কখনও এরকম ভুল করব না ৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

তবে ক্রিকেটাররা লজ্জা পেলেও মজার এই ভিডিওতে মজেছেন নেটিজেনরা ৷ ইতিমধ্যেই ভিডিওটি ৫ লক্ষ ৬৩ হাজার দর্শক দেখেছেন ৷ ভিডিওটি শেয়ারও হচ্ছে দেদার ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জিমে ফাঁকি, কড়া শাস্তি মুম্বই ইন্ডিয়ন্সের, দেখুন ভাইরাল ভিডিও