এবারের আইপিএলেও যেভাবে খাদে পড়ে থাকা দলকে আরসিবি অধিনায়ক টেনে তুলেছেন তাতে ফের একবার বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল ৷ তাই ফের একবার মহেন্দ্র সিং ধোনির সার্টিফিকেট চাওয়া হতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিরাটের প্রশংসায় মাতলেন সিএসকে অধিনায়ক ৷
ধোনি বলেছেন, ‘‘ ও খুব ভালো ৷ ’’ কুল মাহির কুল বিশেষণ আর কি ৷
advertisement
যদিও এটুকু বলেই থামেননি তিনি ৷ বিরাটের নাম না নিলেও ভালো অধিনায়ক হওয়ার শর্তও তিনি পরিষ্কারভাবে ব্যখ্যা করে দিয়েছেন ৷ আরও জানিয়েছেন ,‘‘ আমার মতে সেই ভালো অধিনায়ক যে প্রত্যেককে ভালো করে বোঝে ৷ যদি তুমি ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতা ভালো করে না জানো তাহলে তুমি সঠিক উপদেশ দিতে পারবে না ৷ তুমি দল হিসেবে কতটা ভালো সেটা নির্ভর করে তুমি ব্যক্তি হিসেবে কতটা ভালো, এটা অন্যদের পারফর্ম করতে সাহায্য করে ৷ ’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2018 7:44 PM IST