TRENDING:

আইপিএলকে কবে জানাবেন বিদায়,খোলসা করলেন মাহি নিজেই

Last Updated:

বাঘ বুড়ো হলেও যে বাঘ সেটাই যেন প্রমাণ করেছে নির্বাসন কাটিয়ে ফিরে আসা এই দল ৷ প্রমাণ করেছেন মহেন্দ্র সিং ধোনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে:আইপিএলে এবার বুড়োদের নিয়ে দল তৈরি করেছে সিএসকে ৷ নিলামের পর থেকেই একাধিকবার এই মন্তব্যে উত্তাল হয়েছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ৷ তবে বাঘ বুড়ো হলেও যে বাঘ সেটাই যেন প্রমাণ করেছে নির্বাসন কাটিয়ে ফিরে আসা এই দল ৷ প্রমাণ করেছেন মহেন্দ্র সিং ধোনি ৷
advertisement

২০১৯ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি-র জায়গা পাকা ৷  ফলে জাতীয় দলে এই অবধি তিনি খেলছেনই ৷ তারপরেও আরও খেলে যাওয়ার স্কিল ও বডি ফিটনেসের ওপর নির্ভর করবে ৷

তবে আইপিএলে খুব সম্ভবত আরও বছর দু‘য়েকের ল্যান্ডমার্ক রাখছেন তিনি ৷ এরকমই ইঙ্গিত মিলেছে সিএসকে অধিনায়কের কথায় ৷ প্লে অফে পৌঁছনোয় দলের সমস্ত ক্রিকেটারের পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি ফ্রাঞ্চাইজি মালিকরা ক্রিকেটটা এতটাই ভালো বোঝেন যে তাঁরা দল পরিচালনার বিষয়ে পূর্ণ স্বাধীনতা দলের অধিনায়ককে দেন এটাও জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ধোনি জানিয়েছেন আগামী দু‘বছরে যখন সিনিয়ররা সরে যাবেন তখন অনেকটাই দায়িত্ব নিতে হবে এঁদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দননগর, কৃষ্ণনগর নয়! বর্ধমানেও জমজমাট জগদ্ধাত্রী পুজো, ২৬ ফুটের প্রতিমা মূল আকর্ষণ
আরও দেখুন

আর এই থেকেই বোঝা যাচ্ছে যে আর বড়জোর দু‘মরশুম আইপিএলে ধোনি ধামাকা পাওয়া যাবে ৷ সব মিলিয়ে মন খারাপ মাহি ফ্যানদের ৷

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলকে কবে জানাবেন বিদায়,খোলসা করলেন মাহি নিজেই