মাঠে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বলতে যা বোঝায় তাই করে দেখাচ্ছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷ ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন দীনেশ কার্তিক তবে কলকাতায় এটাই প্রথম মরশুম, তাও আবার অধিনায়ক হিসেবে ৷ দ্বিতীয় কোয়ালিফায়ারের আর অল্পই বাকি আছে ,কার্যত সেমিফাইনালের আগে জানেন কী এটাই দীনেশ কার্তিকের সেরা আইপিএল মরশুম ৷
advertisement
১৫ ম্যাচে ৫৪.৪৪ গড়ে দীনেশ কার্তিকের রান ৪৯০ ৷ তাঁর স্ট্রাইকরেট ১৪৮.০৩ ৷ এ মরশুমে আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সবচেয়ে বেশি রান করেছেন দীনেশ কার্তিক ৷ তবে রানের ক্ষেত্রে এ মরশুমেই তাঁর সেরা গড়, সেরা স্ট্রাইকরেট সবকিছুই রয়েছে ৷ এর আগে বেশি রান তোলার নিরিখে একটাই মরশুম রয়েছে তাঁর ৷ ২০১৩ সালে ১৯ ম্যাচে ৫১০ রান করেছিলেন তিনি ৷
কেরিয়ারের হিসেবে ২০০৮ অর্থাৎ আইপিএলের প্রথম মরশুমই কার্তিকের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের মরশুম ৷ সে বছর ১৩ ম্যাচে খেললেও মাত্র ২ টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন ৷ করেছিলেন ১৪৫ রান ৷
দীনেশ কার্তিক ১১ বছরেরে আইপিএল কেরিয়ারে পাঁচবার ৩০০-র বেশি রান করেছেন ৷ তারমধ্যে এই মুহূর্তে ৫০০ করার থেকে ১০ রান পিছিয়ে রয়েছেন ৷ ২০১৩ সালে করা ৫১০ রানের পরিসংখ্যান ছুঁতে আর বাকি ২০ রান ৷ ২০১৬ থেকে ২০১৭ হয়ে এবার ২০১৮ তে দারুণ উঁচুতে উঠে গেছেন দীনেশ কার্তিক ৷
এই মরশুমের আগে দীনেশ কার্তিকের সেরা গড় ছিল ৩৬.১০ যেটা ছিল ২০১৭ সালে ৷ অন্যদিকে এর আগের সেরা স্ট্রাইকরেট ১৩৯.৩৮ সেটাও ছিল ২০১৭ সালেই ৷ স্বপ্নের মরশুমে স্বপ্নের উড়ানে রয়েছে দীনেশ কার্তিক ৷ এবার ফাইনালের লড়াইয়ে পৌঁছে কী পারফরম্যান্স দেন এই নাইট সেটাই দেখার ৷