TRENDING:

প্লে অফের টিকিট জিতিয়ে রেকর্ড বইয়ের পাতাতেও জায়গা করলেন এই তরুণ নাইট

Last Updated:

কর্ণাটকের প্রসীদ কৃষ্ণার দুরন্ত একটা স্পেলে কেকেআরের প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত হয়ে গেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ:  কর্ণাটকের প্রসীদ কৃষ্ণার দুরন্ত একটা স্পেলে কেকেআরের প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত হয়ে গেল ৷ হায়দরাবাদে নাইটদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি ৷
advertisement

এদিন নীতিশ রানা-র সঙ্গে বোলিং শুরু করেছিলেন প্রসীদ কৃষ্ণা ৷ এদিন তাঁর শিকার শিখর ধাওয়ান, মণীশ পান্ডে, শাকিব আল হাসান  এবং রশিদ খান ৷ তাঁর কার্যকর বোলিংয়ের সুবাদেই ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রানেই আটকে থাকে হায়দরাবাদ ৷

News 18 English Creative

advertisement

কৃষ্ণা-র দারুণ স্পেল শুধু নাইটদের জায়গায় সিল করে দেয় তা নয়, তাঁর এই বোলিং কেকেআর ব্রিগেডের এ মরশুমের সেরা অ্যাওয়ে বোলিংয়ের জায়গাও করে নিলেন ৷ কুলদীপ যাদব রাজস্থান রয়্যালস ম্যাচে ৪ উইকেট নেওয়ার পরই আবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ৪ উইকেট নিলেন আরেক নাইট ৷

News 18 English Creative

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

শুধু  কেকেআরই নয়, আইপিএলে সেরা বোলিং পারফরম্যান্সের মধ্যেও জায়গা করে নিল কৃষ্ণার পারফরম্যান্স ৷ মায়াঙ্খ মারকান্দে, কুলদীপ যাদব, শ্রেয়স গোপাল, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুতের পরেই নাম এল প্রসীদ কৃষ্ণার ৷ তাঁর পারফরম্যান্সটা এ মরশুমে ভারতীয় পেসারদের থেকে দ্বিতীয় সেরা পারফরম্যান্স ৷

বাংলা খবর/ খবর/খেলা/
প্লে অফের টিকিট জিতিয়ে রেকর্ড বইয়ের পাতাতেও জায়গা করলেন এই তরুণ নাইট