TRENDING:

শাখরুখের ভিডিও বার্তা, কালিসের ক্লাসে চাঙ্গা নাইটরা

Last Updated:

রাজস্থানকে এলিমিনেট করেই ড্রেসিংরুমে টিম মিটিং। বক্তা ছিলেন জ্যাক কালিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজস্থানকে এলিমিনেট করেই ড্রেসিংরুমে টিম মিটিং। বক্তা ছিলেন জ্যাক কালিস। কোয়ালিফায়ারে সানরাইজার্স ম্যাচের মানসিক প্রস্তুতি শুরু। বাড়তি টনিক শাহরুখের বার্তা। রাতে টিম হোটেলে শ্যাম্পেন। তবে বৃহস্পতিবার দিনভর বিশ্রামে ছিলেন নাইটরা।
advertisement

অপশনাল পুল আর জিম সেশন। টিম বন্ডিং বাড়াতে রাতে পুল-সাইড ডিনার। বিকেলে পিচ তদারকিতে ইডেনে সুজনের দ্বারস্থ হন কেকেআরের ভেঙ্কি মাইসোর, জয়দীপ মুখোপাধ্যায়রা। আর আইপিএলে তৃতীয় ফাইনালে যাওয়ার লক্ষ্যে বেগুনি জার্সিদের দ্বাদশ ব্যক্তি অবশ্যই ইডেনের গ্যালারি।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য মৌমিতার, বক্সিং রিং তাঁর সব থেকে ভালবাসার জায়গা
আরও দেখুন

আজ নাইট রাইডার্সের প্রথম একাদশে একটা পরিবর্তন হতে পারে ৷ জ্যাভন সিয়ার্লসের জায়গায় দলে আসতে পারেন টম কুরান ৷ চলতি আইপিএলে বেশ কয়েকবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ৷ এবার কোয়ালিফায়ারের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কুরানকে খেলানোর কথা ভাবছে কেকেআর টিম ম্যানেজমেন্ট ৷ এখনও পর্যন্ত দু’বার আইপিএল ফাইনাল খেলে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স  ৷ তৃতীয়বার কি ফাইনালে খেলতে পারবে শাহরুখ খানের দল ? জানা যাবে আজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শাখরুখের ভিডিও বার্তা, কালিসের ক্লাসে চাঙ্গা নাইটরা