TRENDING:

রাত পোহালেই ফের কেকেআরের প্লে অফ, এক ক্লিকে জেনে নিন মুখোমুখির হিসেবনিকেশ

Last Updated:

প্রথম ধাপটা পেরিয়েছে কেকেআর ৷ ফাইনালে পৌঁছনোর আগে পথের কাঁটা সানরাইরাজার্স হায়দরাবাদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  প্রথম ধাপটা পেরিয়েছে কেকেআর ৷ ফাইনালে পৌঁছনোর আগে পথের কাঁটা সানরাইরাজার্স হায়দরাবাদ ৷
advertisement

কেকেআর নিজেদের শেষ পাঁচটা ম্যাচে জিতেছে অন্যদিকে সবার প্রথমে প্লে অফে জায়গা করে নেওয়া সানরাইজার্স নিজেদের শেষ কয়েকটি ম্যাচে হেরেই চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ৷

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে চনমনে নাইট শিবির ৷ অন্যদিক আইপিএলে দারুণ শুরু করেও প্লে অফের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে সতর্ক হায়দরাবাদ ৷

advertisement

News 18 Bangla Creative

News 18 Bangla Creative

যদি দু‘ দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যায় তাহলে দেখা যাবে এখনও অবধি আইপিএলে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল ৷ তারমধ্যে কেকেআর জিতেছে ৯ বার আর হেরেছে ৫ বার ৷

advertisement

শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান দেখলেও পাল্লা সামাণ্য হলেও ভারি নাইটদেরই ৷ তারা জিতেছে ৩টি ম্যাচ ও হেরেছে ২টি ম্যাচ ৷

News 18 Bangla Creative

এ মরশুমে গ্রুপ পর্বে দু‘বার মুখোমুখি হয়েছে কেকেআর এবং সানারাইজার্স হায়দরাবাদ ৷ তাতে প্রথমম্যাচে কেকেআরকে ৫ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল ৷

advertisement

আবার ফিরতি ম্যাচে বদলা নিয়ে নিয়েছে দীনেশ কার্তিকের নাইটরা ৷ তারাও ৫ উইকেটে জিতেছে হায়দরাবাদের বিরুদ্ধে ৷ মজার কথা দুটি দলই নিজেদের অ্যাওয়ে ম্যাচে জয় হাসিল করেছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এবার শুক্রবারের ম্যাচে কোন দল শেষ হাসি হাসে সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমী জনতা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
রাত পোহালেই ফের কেকেআরের প্লে অফ, এক ক্লিকে জেনে নিন মুখোমুখির হিসেবনিকেশ