TRENDING:

ম্যাচ হারার দায় নিজের কাঁধেই নিলেন কার্তিক

Last Updated:

সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৪/৭ ( ২০ ওভার ), কলকাতা নাইট রাইডার্স: ১৬০/৯ ( ২০ ওভার )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৪/৭ ( ২০ ওভার )
advertisement

কলকাতা নাইট রাইডার্স: ১৬০/৯ ( ২০ ওভার )

১৪ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

#কলকাতা: টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল ৷ তখন কেকেআরের নতুন অধিনায়কের নাম দেখে অধিকাংশ নাইট সমর্থকই ভরু কুঁচকেছিলেন ৷ গৌতম গম্ভীরের জায়গায় দীনেশ কার্তিক ! এ কেমন অধিনায়ক নির্বাচন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির ৷ কিন্তু টুর্নামেন্ট যতোই এগিয়েছে ততোই সমর্থকদের মন জয় করেছেন নাইটদের নতুন অধিনায়ক ৷ শুধু ক্যাপ্টেন্সিতেই নয়, ব্যাট হাতেও কামাল করেছেন কার্তিক ৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না ৷ ইডেনে ঘরের মাঠেই শুক্রবার হায়দরাবাদের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৪ রানে হেরে বিদায় নাইটদের ৷ ফাইনালের মাত্র এক ধাপ আগেই নাইটদের সব স্বপ্ন ভেঙে চুরমার ৷

advertisement

আরও পড়ুন-হায়দরাবাদের কাছে হারার পর টিম কেকেআর-কে কী বার্তা দিলেন শাহরুখ ? দেখে নিন

Photo Courtesy: IPL/BCCI

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইডেনে ১৪ রানে এদিন হার হজমের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কেকেআর অধিনায়কের গলায় শুধু হতাশাই ধরা পড়েছে ৷ ট্রফির এত কাছাকাছি এসেও সেটাকে না পাওয়ার আক্ষেপ যে কী, তা একমাত্র পরাজিত দলের সদস্যরাই সবচেয়ে ভাল অনুভব করতে পারবেন ৷ নাইট অধিনায়ক কার্তিক বলেন, ‘‘ আমরা খুবই ভাল একটা টুর্নামেন্ট খেলেছি ৷ খুব খারাপ লাগছে শেষপর্যন্ত পরাজিত দল হিসেবেই টুর্নামেন্ট শেষ করতে ৷ বেশ কয়েকটা খারাপ শটই আমাদের ম্যাচটা হারিয়ে দিয়ে গেল ৷ আমার আর রবিনের ( উথাপ্পা) আরও বেশি সময় ব্যাট করা উচিৎ ছিল ৷ লিন খুবই ভাল ব্যাট করেছেন ৷ আমি রান পায়নি ৷ নিজের দোষেই আউট হয়েছি ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ হারার দায় নিজের কাঁধেই নিলেন কার্তিক