TRENDING:

মায়ান্তিতে মজে সঙ্গাকারা, সোশ্যাল মিডিয়ায় খুল্লমখুল্লা কী বললেন ? দেখে নিন

Last Updated:

কুমার সঙ্গাকরার মুখে হঠাৎ মায়ান্তি ল্যাঙ্গারের প্রশংসা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কুমার সঙ্গাকরার মুখে হঠাৎ মায়ান্তি ল্যাঙ্গারের প্রশংসা ! হ্যাঁ, প্রশংসা তিনি করতেই পারেন ৷  কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারে খুল্লম খুল্লা !
advertisement

জনপ্রিয় স্পোর্টস শো অ্যাঙ্কর এবং স্টুয়ার্ট বিনি-র স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গারের সঞ্চালনায় মুগ্ধ আট থেকে আশি প্রত্যেকেই ৷ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সঙ্গাকারাও সেই তালিকা থেকে এবার বাদ গেলেন না ৷ মায়ান্তিতে মুগ্ধ তিনিও ৷  তাঁর প্রশংসায় ট্যুইট করতেও ভোলেননি সঙ্গা ৷ তিনি লেখেন, ‘‘ মায়ান্তি তুমি অসাধারণ। পেশাদারিত্ব এবং বুদ্ধিমত্তার সঙ্গেই সমস্ত কাজ কর। তোমার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আশা করি, ভবিষ্যতে ফের তোমার সঙ্গে কাজ করার সুযোগ পাব। ধন্যবাদ।’’

advertisement

সঙ্গাকারার ট্যুইটের জবাবও দিয়েছেন মায়ান্তিও ৷ তিনি বলেন, ‘‘এমন প্রশংসার জন্য সঙ্গা তোমাকে ধন্যবাদ। চরম বিশৃঙ্খলার মধ্যেও তুমি ভীষণ শান্ত থাকতে। তোমার সঙ্গে কাজ করতে পারাটা সম্মানের।’’

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
মায়ান্তিতে মজে সঙ্গাকারা, সোশ্যাল মিডিয়ায় খুল্লমখুল্লা কী বললেন ? দেখে নিন