TRENDING:

পুণের পরিবেশ এবং পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ ধোনির সিএসকে-র

Last Updated:

পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামই এবারের আইপিএলে ধোনিদের হোম গ্রাউন্ড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: কাবেরী জলবন্টনের প্রতিবাদে আইপিএলে এবার নিজেদের ঘরের মাঠ চেন্নাইয়ে প্রথম ম্যাচের পর আর একটাও ম্যাচ খেলা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের ৷ পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামই এবারের আইপিএলে ধোনিদের হোম গ্রাউন্ড ৷ অন্য শহরের আবহাওয়া, পিচ সবই এখন মানিয়ে নিতে হচ্ছে ধোনিদের ৷ হোম গ্রাউন্ডেও  এখন তাই চ্যালেঞ্জের মুখে সিএসকে ৷ এর পাশাপাশি পেসার দীপক চাহার চোট পেয়ে যাওয়ায় আপাতত দু’সপ্তাহ মাঠের বাইরে ৷
advertisement

আরও পড়ুন-আইপিএলে আরও একটা সপ্তাহ শেষ, এক ক্লিকে জেনে সাপ-সিঁড়ি বেয়ে দলগুলির ওঠানামা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মুম্বইয়ের কাছে গত ম্যাচে হারার পরেই এখন এসমস্ত সমস্যা দেখা দিয়েছে চেন্নাই শিবিরে ৷ ঘরের মাঠের সুবিধা পেতে পুণের পরিবেশ এবং পিচের সঙ্গে যে দ্রুত মানিয়ে নিতে হবে, তা বলেছেন সিএসকে কোচ স্টিভন ফ্লেমিং। তিনি বলেন, ‘‘ ঘরের মাঠের সুবিধা পেতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। বুঝতে হবে এটা চেন্নাই নয়। সে ক্ষেত্রে পরিবেশ, পিচের কথা মাথায় রেখেই আমাদের প্রথম একাদশ বেছে নিতে হবে। আমরা যখন দল তৈরি করেছিলাম, তখন স্বাভাবিক ভাবে চেন্নাইয়ের কথাই মাথায় ছিল। এখন আমাদের পুণের পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পুণের পরিবেশ এবং পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ ধোনির সিএসকে-র