আরও পড়ুন-নতুন জার্সিতে কলকাতা নাইট রাইডার্স
স্মিথদের বল বিকৃতি কাণ্ড ঘিরে এখন উত্তাল ক্রিকেট বিশ্ব ৷ তাঁর নিজের দেশেই যে এমন কাণ্ড ঘটবে, তা ভাবতেই পারছেন না কেকেআর কোচ জ্যাক কালিস ৷ এই বিষয় যে তিনি অত্যন্ত সতর্ক এবং কড়া সেটা জানালেন রবিবারের অনুষ্ঠানে ৷ এমন কেলেঙ্কারির প্রভাব যাতে তাঁর কেকেআর দলের ক্রিকেটারদের উপর না পড়ে, তার জন্য এখন যথেষ্ট সতর্ক কালিস ৷ এব্যাপারে দলের ক্রিকেটারদের সতর্কও তিনি করবেন বলে জানিয়েছেন ৷ মাঠে নেমে কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না বলেই সাফ জানিয়েছেন কালিস ৷ তাঁর মতে, ‘‘ এই ঘটনার পরে আমাদের বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। ক্রিকেটটা পরিচ্ছন্ন ভাবে খেলা উচিত। এর স্বচ্ছতা অবশ্যই বজায় রাখতে হবে। দলের ছেলেদের বলব, পরিশ্রম করো, লড়াই করো কিন্তু পরিচ্ছন্ন ক্রিকেট খেলো। এ ভাবেই আমাদের ছেলেদের মাঠে দেখতে চাই। নিয়মের মধ্যে থেকে, নৈতিক ভাবে যতটুকু করার, ততটুকুই করা উচিত। অবশ্য আমরা সবসময় এ ভাবেই খেলে এসেছি আইপিএলে।’’
advertisement