১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ওপেনার লুইস কিছুটা ভাল শুরু করলেও সঙ্গীর অভাবে তা বেশি সময় স্থায়ী হয়নি ৷ ব্যর্থ পোলার্ড, রোহিত, ঈশান, পাণ্ডিয়ারাও ৷ শেষদিকে অবশ্য একটা মরিয়া লড়াই চালিয়েছিলেন বেন কাটিং (৩৭) ৷ ম্যাচ প্রায় জিতিয়েই দিচ্ছিলেন তিনি ৷ কিন্তু হর্ষল প্যাটেলের বলে তিনি আউট হতেই সব আশা শেষ হয়ে যায় মুম্বইয়ের ৷ রোহিতরা হারায় অবশ্য মনে মনে খুশিই হবেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ৷ কারণ আতঙ্কের মুম্বইকে যে ইডেনে বুধবার খেলতে হবে না তাঁদের ৷
advertisement
Location :
First Published :
May 21, 2018 10:43 AM IST