TRENDING:

কাটিংয়ের লড়াই কাজে এল না, প্লে অফের আগেই বিদায় নিয়ে হতাশ গতবারের চ্যাম্পিয়নরা

Last Updated:

‘নিজেরা তো ডুবেছি.... বাকিদের নিয়েই ডুবব ৷’ রবিবার কোটলায় এমন মন্ত্র নিয়েই যেন খেলতে নেমেছিল শ্রেয়স আইয়ারের দিল্লি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ‘নিজেরা তো ডুবেছি.... বাকিদের নিয়েই ডুবব ৷’ রবিবার কোটলায় এমন মন্ত্র নিয়েই যেন খেলতে নেমেছিল শ্রেয়স আইয়ারের দিল্লি ৷ প্লে অফে ওঠার লড়াইয়ে বাকী সব দল থাকলেও একমাত্র দিল্লিরই অনেক আগেই প্লে অফে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় ৷ অন্যদিকে প্লে অফে যেতে হলে মুম্বইকে এদিন শুধুমাত্র জিতলেই হত ৷ কারণ নেট রানরেটের বিচারে বাকীদের থেকে অনেকাংশে এগিয়েই ছিল নীতা আম্বানির দল ৷ কিন্তু কোটলায় রবিবার দিল্লির স্পিন আক্রমণের কাছে প্রায় আত্মসমর্পন করলেন রোহিতরা ৷ ১১ রানে হেরে প্লে অফের আগেই বিদায় গতবারের চ্যাম্পিয়নদের ৷
advertisement

Photo Courtesy: IPL/BCCI

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ওপেনার লুইস কিছুটা ভাল শুরু করলেও সঙ্গীর অভাবে তা বেশি সময় স্থায়ী হয়নি ৷ ব্যর্থ পোলার্ড, রোহিত, ঈশান, পাণ্ডিয়ারাও ৷ শেষদিকে অবশ্য একটা মরিয়া লড়াই চালিয়েছিলেন বেন কাটিং (৩৭) ৷ ম্যাচ প্রায় জিতিয়েই দিচ্ছিলেন তিনি ৷ কিন্তু হর্ষল প্যাটেলের বলে তিনি আউট হতেই সব আশা শেষ হয়ে যায় মুম্বইয়ের ৷ রোহিতরা হারায় অবশ্য মনে মনে খুশিই হবেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ৷ কারণ আতঙ্কের মুম্বইকে যে ইডেনে বুধবার খেলতে হবে না তাঁদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কাটিংয়ের লড়াই কাজে এল না, প্লে অফের আগেই বিদায় নিয়ে হতাশ গতবারের চ্যাম্পিয়নরা