TRENDING:

Jemimah Rodrigues : ছোটা প্যাকেট, বড়া ধামাকা..! হাসিমুখে থাকা মেয়ে আজ কেঁদে ভাসালেন.. জেমাইমার সঙ্গে কাঁদল গোটা দেশ

Last Updated:

Jemimah Rodrigues : ছোটা প্যাকেট, বড়া ধামাকা...! জেমাইমা রডরিগেজের সম্পর্কে বলতে গিয়ে এমনটাই বলেছিলেন ভারতীয় টি২০ দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ছোটা প্যাকেট, বড়া ধামাকা…! জেমাইমা রডরিগেজের সম্পর্কে বলতে গিয়ে এমনটাই বলেছিলেন ভারতীয় টি২০ দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব।
News18
News18
advertisement

তাঁর নিজের শহর মুম্বইয়ের মেয়ে জেমাইমা রডরিগেজ। ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ভারতের মহিলা দলের বিশ্বকাপের প্রস্তুতির দিকে নজর রেখেছিলেন সূর্যকুমার। আর তার আগে থেকেই তিনি জেমাইমার খেলার ভক্ত বলে জানান। এক অনুষ্ঠানে এই তারকা সূর্য বলেছিলেন, ‘ওর কাছ থেকে কিছু ব্যাপার শেখার আছে। বড় ম্যাচে, চাপের মুখে ও ভাল পারফর্ম করে। আমরা সবাই এটা শিখতে চাই ওর থেকে। জেমির সবচেয়ে ভাল ব্যাপার হল, ও ছোটা প্যাকেট, বড়া ধামাকা। ওর খেলা উপভোগ করি।’

advertisement

সেই জেমাইমাকে নিয়ে আজ গোটা দেশ গর্বিত। বিশ্বকাপ সেমিফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৭ রান তাড়া করে জিততে পারে, এটা যেন অনেকে কল্পনা করতে পারেননি। তবে জেমাইমার ১২৭ রানের অপরাজিত ইনিংস এদিন তাঁদের ভুল বলে প্রমাণ করল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত। তিনি করেন ৮৯ রান।

আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে হারানো যায় না, সেসব দিন অতীত! অজি-বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুবন বাদ্যকরকে মনে আছে? 'কাঁচা বাদাম'-খ্যাত গায়কের অট্টালিকায় কারা থাকে জানেন?
আরও দেখুন

জেমাইমা মাঠে থাকুন বা মাঠের বাইরে, তাঁকে বোধ হয় হাসিমুখে ছাড়া কেউ কখনও দেখেননি! সেই জেমাইমা এদিন অঝোরে কাঁদলেন। আবেগের কান্না। তাঁর কান্না দেখে চোখে জল গোটা দেশের। সর্ব ক্ষণ হাসি-মজায় দলকে মাতিয়ে রাখেন। ঠিক এই কাজটাই পুরুষদের জাতীয় দলে করতেন যুজবেন্দ্র চাহাল। সেই জেমাইমা এদিন দাঁতে দাঁত চেপে লড়লেন অজিদের বিরুদ্ধে। তাঁর দুরন্ত ইনিংসের সামনে মাথা নোয়ালেন অজি বোলাররা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Jemimah Rodrigues : ছোটা প্যাকেট, বড়া ধামাকা..! হাসিমুখে থাকা মেয়ে আজ কেঁদে ভাসালেন.. জেমাইমার সঙ্গে কাঁদল গোটা দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল