প্রথম টি টোয়েন্টিতে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে সমতা ফেরানোর চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে ৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৷ ভারতীয় দল ব্যাটিংটা মন্দ করেনি ৷ রোহিত শর্মা এই ম্যাচে বিশ্রাম দিয়ে বিজয় শঙ্করকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ ওপেনিংয়ে কেএল রাহুল শুরুটা দারুণ করেন ৷ যদিও ৪৭ রান করে আউট হয়ে যান তিনি ৷ এরপর শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷
advertisement
দলের দায়িত্ব নেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ৷ কোহলি ৩৮ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন ৷ মাহি ২৩ বলে ৪০ করে আউট হন ৷ ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে ভারত ৷
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই স্টোয়ানিসের উইকেট হারায় ৷ এরপর দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান শর্ট ও ফিঞ্চ ৷ কিন্তু ম্যাক্সওয়েলের মারকুটে মুডের সামনে ভারতীয় বোলারদের কার্যত দিশাহীণ দেখায় ৷ মাত্র ৫৫ বলে ১১৩ রান করেই একাই ভারতের থেকে ম্যাচ বার করে নেন তিনি ৷ এদিনের ম্যাক্সওয়েলের ইনিংস সাজানো ৭ টি চার ও ৯ টি ছয় দিয়ে ৷
আরও দেখুন