৫১ বছরের লক্ষ্মী ২০০৮-০৯ সালে প্রথমবার ঘরোয়া মহিলাদের ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছিলেন ৷ তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব সামলেছেন তিনি ৷ খুব দ্রুতই এবার আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে তাঁকে দেখা যাবে ৷
ঘটনায় দারুণ উচ্ছ্বসিত জিএস লক্ষ্মী ৷ তিনি বলেছেন, ‘‘ আইসিসি-র দ্বারা আন্তর্জাতিক প্যানেলে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে দারুণ সম্মানের ৷ এটা সামনে অনেক নতুন রাস্তা খুলে দিল ৷ আমি ভারতীয় ক্রিকেটার হিসেবে অনেকদিন খেলেছি ৷ এবার ম্যাচ রেফারি হিসেবেও কাজ করব ৷ আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটারের অভিজ্ঞতার মতো এই অভিজ্ঞতাও ভালো হবে ৷ ’’
advertisement
আরও পড়ুন - ‘দিল্লি দলে সৌরভের উপস্থিতি আমায় আরও পরিণত করেছে’ , বিশ্বকাপে যাওয়ার আগে স্বীকারোক্তি ধাওয়ানের
তিনি এই সুযোগ পেয়ে আরও জানিয়েছেন, ‘‘ আমি এই সুযোগ পাওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই ৷ এছাড়াও বিসিসিআই, ক্রিকেট দুনিয়ার সিনিয়র ক্রিকেটাররা ,আমার পরিবার, আমার সহকর্মী যাঁরা আমায় বহু বছর ধরে সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই ৷ আশা করি আমি সকলের প্রত্যাশামান উত্তীর্ণ হতে পারব ৷ ’’
আরও দেখুন