‘দিল্লি দলে সৌরভের উপস্থিতি আমায় আরও পরিণত করেছে’ , বিশ্বকাপে যাওয়ার আগে স্বীকারোক্তি ধাওয়ানের

Last Updated:
#নয়াদিল্লি : তাঁর ব্যাটিং টেকনিক নিয়ে অনেক সময়েই প্রশ্ন ওঠে ৷ বিশেষজ্ঞরা কড়া চোকে তাঁর এই খামতি নিয়ে চুলচেরা বিশ্লেষণেও বসেন ৷ কিন্তু আইসিসি বিশ্বকাপে ভারতীয় জার্সিতে নামার আগে এই সব নিন্দুকদের কথা নিয়ে মাথা ঘামাতে নারাজ শিখর ধাওয়ান ৷
 ৫০ ওভারের খেলায়  বিধ্বংসী ওপেনারদের অন্যতম শিখর ধাওয়ান ৷ যেকোনও বড় মঞ্চের ইভেন্টে তিনি ব্যাট হাতে যেভাবে বিপক্ষ বোলারদের বধ করেন তা এক কথায় দারুণ ৷ ২০১৩ ও ২০১৭ -র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের এই মারকাটারি পারফরম্যান্সের নজির রেখেছেন ৷
বিশ্বকাপের ঠিক আগে দেওয়া সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন , ‘‘আইসিসি ইভেন্টে আমার রেকর্ড নিয়ে মানুষরা কথা বলেন তবে আমি বলতে চাই সব টুর্নামেন্টের জন্য আমি একই ভাবে খেলার চেষ্টা করি ৷ এটা কখনই নয় যে চেষ্টাটা ১০০ শতাংশ বা অন্য সময় তার চেয়ে কম ৷ সবসময়েই পদ্ধতির ওপর নজর থাকে ৷ আমি আরও একটা ভালো আইসিসি টুর্নামেন্ট খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ৷ ’’
advertisement
advertisement
Photo Courtesy- IPL/BCCI Photo Courtesy- IPL/BCCI
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের হয়ে ৫২১ রান করেছেন তিনি ৷ আর সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি কয়েছে চার নম্বরে ৷ ধাওয়ান জানিয়েছেন বিশ্বকাপের জন্য তাঁর ওপর বিশেষ চাপ নেই ৷ দাপুটে ধাওয়ান বলেছেন ,‘‘আমি সেরকম মানুষ নই যে কোনও চাপ অনুভব করে ৷ আর সমালোচক, ওঁরা নিজের কাজ করতে থাকেন ৷ আমি যদি ৫ -১০ টি ম্যাচে রান না করি তার এই মানে নেই যে সব শেষ হয়ে গেল ৷ আমি জানি আমি কী মানের খেলোয়াড় আর আমার ক্ষমতা কী ৷ ’’ ১৬ টি শতরানের মালিকের পরিষ্কার কথা এইটা ৷
advertisement
দিল্লি ক্যাপিটাল্সের হয়ে সৌরভ ও পন্টিংয়ের উপস্থিতি তাঁকেও দারুণ সাহায্য করেছে মত ধাওয়ানের ৷ পাশাপাশি ধাওয়ান জানিয়েছেন , ‘‘ আমার বিষয়ে কী কী লেখা হয়েছে বা বলা হচ্ছে তার জন্য আমায় টিভি দেখতে হয় বা খবরের কাগজ পড়তে হয় ৷ আমি এ দুটোর কোনটাই করি না ৷ তাই আমার কিছু এসে যায় না ৷ ’’
advertisement
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব একটা সক্রিয় নন ৷ তাই তিনি জানিয়েছেন , ‘‘ আমি সেরকম লোক নই যারা সর্বক্ষণ চেক করেন টুইটার বা ইনস্টাগ্রামে কী হচ্ছে ৷ আমি মাঝেমধ্যে সেটা চেক করি ৷ আমি পরিষ্কার করে জানাতে চাই খারাপ লোকেদের জন্য আমার কোনও জায়গা নেই ৷ বাইরেরে জগতে কী হচ্ছে তা নিয়ে আমি সময় নষ্ট করতে  রাজি নই ৷ ’’
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘দিল্লি দলে সৌরভের উপস্থিতি আমায় আরও পরিণত করেছে’ , বিশ্বকাপে যাওয়ার আগে স্বীকারোক্তি ধাওয়ানের
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement