দীর্ঘ বিমান সফর করে বিশ্বের অপর প্রান্তে এসে নতুন আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে খুব বেশি মানিয়ে নেওয়ার সময় পায়নি তারা। হাতে কম সময় পাওয়ার জন্য ঠিক মতো বিশ্রাম বা অনুশীলন হয়নি কারোর। তা সত্ত্বেও ভারতীয় মেয়েরা মনোবল এবং আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে, বৃহস্পতিবার আরেনা দে আমাজোনিয়া স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হওয়ার জন্য তারা উচ্ছ্বসিত।
advertisement
তারা সবাই খুব উত্তেজিত, তারা যেটা কখনও স্বপ্নেও ভাবেনি সেটা বাস্তবে ঘটছে দেখে। মানাউস পৌছে এমনই বললেন ভারতীয় গোলকিপার অদিতি চৌহান। তার কথায় ভারতীয় দলের প্রশিক্ষকরা এবং ফেডারেশন বিশ্বাস করুক যে আমরাও ব্রাজিল, চিলি, ভেনেজুয়েলার মত শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলতে পারি। এই ম্যাচগুলোর স্মৃতি কখনও ভোলা যাবে না। তাদের মধ্যে কোনো ভীতি নেই, কিন্তু তারা এই পরিস্থিতে উচ্ছসিত হয়ে চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যাবে না।
তবে ব্রাজিলের কোচ পিয়া সুনধাগে কিন্তু তাদের মুখ্য দলকেই ডেকেছে, যে দলে থাকবে কিংবদন্তি মহিলা ফুটবলার মার্তা এবং মোতা। এই দল অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপে রানার্স। এছাড়াও থাকবেন তামিরেস, আদ্রিয়ানা, দুদা এবং ম্যান ইউ তারকা ইভানা ফুসো।ফর্মিগা(পর্তুগিজ ভাষায় যার অর্থ পিসি) মোতার বিদায়ী ম্যাচ হতে চলেছে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে। ভারতীয় কোচ থমাস ডেনেরবি বলেছেন, ম্যাচ গুলিতে ভাল প্রদর্শন করে দেশে ফেরার ইচ্ছা আছে তাদের।
তিনি মনে করেন এর চেয়ে ভাল সুযোগ আর নাও পেতে পারে ভারতীয় মহিলা দল। তাই তিনি এবং তার দল সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত। বিগত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, তিউনিসিয়া, চাইনিজ তাইপে, বাহারিনের মত দলের বিরুদ্ধে খেলেছে ভারত। পুরুষ দলের অধিনায়ক সুনীল ছেত্রী, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গণ এবং গোলরক্ষক গুরপ্রীত শুভেচ্ছা জানিয়েছেন মেয়েদের।