TRENDING:

লন্ডনের হোটেলে চুরি গেল ভারতীয় মহিলা ক্রিকেটারের টাকা, ঘড়ি, গয়না! ব্রিটিশদের ট্রোল ভারতীয়দের

Last Updated:

Wicket keeper Taniya Bhatia accuses of theft of her personal belongings at London. লন্ডনের হোটেলে চুরি গেল ভারতীয় মহিলা ক্রিকেটারের টাকা, ঘড়ি, গয়না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে এরকম চুরির অভিজ্ঞতা খুব বেশি শোনা যায় না। তবে এবার এরকম একটি কান্ড ঘটেছে ভারতের মহিলা ক্রিকেট দলের সঙ্গে। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হেরে বসে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেন হরমনপ্রীতরা।
ইংল্যান্ডে খেলতে গিয়ে সর্বশান্ত তানিয়া
ইংল্যান্ডে খেলতে গিয়ে সর্বশান্ত তানিয়া
advertisement

ওয়ান ডে সিরিজটি ছিল জাতীয় দলের হয়ে ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক সিরিজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার তানিয়া ভাটিয়া সোমবার নিজেই এমন ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বুঝেই উঠতে পারছেন না যে, টিম হোটেলের রুম থেকে কীভাবে ক্রিকেটারদের জিনিসপত্র কেউ চুরি করতে পারে।

তারকা ক্রিকেটার হোটেল কর্তৃপক্ষ ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন এ বিষয়ে। সেই সঙ্গে তিনি জিনিসপত্র যাতে ফিরে পাওয়া যায়, সেই ব্যবস্থা করারও আবেদন জানিয়েছেন। মহিলা ক্রিকেট দলের সঙ্গে টিম হোটেলে থাকার সময়ে কেউ একজন আমার ব্যক্তিগত রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করে নিয়ে যায়, যাতে টাকা, কার্ড, ঘড়ি ও গয়না ছিল।

advertisement

তানিয়া আরো জানিয়েছেন বিশেষ করে এই হোটেল যখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অন্যতম প্রিয় তখন তাদেরও ঘটনাটি দেখা উচিত। তানিয়ার অভিযোগের জবাব অবশ্য দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ভারতীয় উইকেট রক্ষককে তারা মেইল করে থাকার দিনক্ষণ এবং রুম নম্বর জানাতে বলেছে। খুব তাড়াতাড়ি তারা এ বিষয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এখানে বলাই যায় ইংল্যান্ড যে এখন এরকম চোরের দেশে পরিণত হয়েছে তাতে না উঁচু ব্রিটিশদের অহংকারে ধাক্কা লাগতেই পারে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য ভারতীয়রা এই নিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ডকে ট্রোল করতে ছাড়েননি। কেউ কেউ লিখেছেন ইতিহাস সাক্ষী ব্রিটিশরা চোরের জাত। না হলে ভারতের কোহিনুর এখনও নিয়ে বসে আছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
লন্ডনের হোটেলে চুরি গেল ভারতীয় মহিলা ক্রিকেটারের টাকা, ঘড়ি, গয়না! ব্রিটিশদের ট্রোল ভারতীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল