আইসিসির তরফে জানানো হয়েছে, স্টাম্প ভেঙে দেওয়ায় ‘লেভেল ২ অফেন্সে’ দোষী সাব্যস্ত হয়েছেন হরমন। তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। সঙ্গে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ‘আইসিসির কোড অফ কনডাক্ট’-র ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। হরমন আগে থেকেই নিজের ভুল শিকার করা নেওয়ায় কোনওরকম শুনানির প্রয়োজন হয়নি। সরাসরি শাস্তি ঘোষণা করা হয়েছে আইসিসির তরফে।
advertisement
প্রসঙ্গত, মাঠে খুব একটা মাথা গরম করতে দেখা যায় না হরমনপ্রীত কউরকে। সেদিন কেন এমনটা ঘটালেন তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। নিজের ভুল বুঝলেও আইসসিসির শাস্তি তাঁকে মানতেই হবে। যাতে আখেরে ধাক্কা খেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কারণ এই সাসপেনশনের কারণে এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত কউর। অধিনায়ককে ছাড়াই খেলতে হবে মহিলা টিম ইন্ডিয়া।