TRENDING:

Harmanpreet Kaur: মাঠে মাথা গরমের খেসারত! কঠিন শাস্তি হল হরমনপ্রীত কউরের

Last Updated:

Harmanpreet Kaur: যে ভুলটা করেছেন হরমনপ্রীত কউর তার যে কঠিন শাস্তি হতে চলেছে তা আগেই বোঝাই গিয়েছিল। নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে ক্ষণিকের রাগে এবার কঠিন সাজা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যে ভুল করেছেন হরমনপ্রীত কউর তার যে কঠিন শাস্তি হতে চলেছে তা আগেই বোঝা গিয়েছিল। নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে ক্ষণিকের রাগে এবার কঠিন সাজা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে আউট হওয়ার পর রাগের বশে ব্যাট দিয়ে আঘাত করেন হরমনপ্রীত কউর। সেই ঘটনায় হরমনকে ২ ম্যাচের জন্য সাসপেন্ড করল আইসিসি। সঙ্গে ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানাও হয়েছে হরমনপ্রীত কউরের।
advertisement

আইসিসির তরফে জানানো হয়েছে, স্টাম্প ভেঙে দেওয়ায় ‘লেভেল ২ অফেন্সে’ দোষী সাব্যস্ত হয়েছেন হরমন। তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। সঙ্গে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ‘আইসিসির কোড অফ কনডাক্ট’-র ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। হরমন আগে থেকেই নিজের ভুল শিকার করা নেওয়ায় কোনওরকম শুনানির প্রয়োজন হয়নি। সরাসরি শাস্তি ঘোষণা করা হয়েছে আইসিসির তরফে।

advertisement

আরও পড়ুনঃ Rahul Dravid Raveena Tandon Rumoured Love Story: দ্রাবিড়-রবিনার প্রেম! গড়িয়েছিল বিয়ে পর্যন্ত! অজানা প্রেম কাহিনি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, মাঠে খুব একটা মাথা গরম করতে দেখা যায় না হরমনপ্রীত কউরকে। সেদিন কেন এমনটা ঘটালেন তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। নিজের ভুল বুঝলেও আইসসিসির শাস্তি তাঁকে মানতেই হবে। যাতে আখেরে ধাক্কা খেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কারণ এই সাসপেনশনের কারণে এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত কউর। অধিনায়ককে ছাড়াই খেলতে হবে মহিলা টিম ইন্ডিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Harmanpreet Kaur: মাঠে মাথা গরমের খেসারত! কঠিন শাস্তি হল হরমনপ্রীত কউরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল