TRENDING:

৬ ওভারেই শেষ খেলা, থাইল্য়ান্ডকে হারিয়ে মহিলা এশিয়া কাপের সেমিতে ভারত

Last Updated:

মহিলা এশিয়া কাপে থাইল্য়ান্ডকে একতরফা ম্য়াতে উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ৩৭ রানে অলআউট হয়ে যায় থাইল্য়ান্ড। জবাবে ৬ ওভারেই এক উইকেট হারিয়ে জয় পায় ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিলা এশিয়া কাপে দুরন্ত জয় ভারতীয় দলের। একতরফা ম্য়াচে থাইল্য়ান্ডকে উড়িয়ে দিল হরমনপ্রীত কউরের দল। প্রথমে ব্য়াট করে মাত্র ৩৭ রানে অলআউট হয়ে যায় থাইল্য়ান্ড দল। জবাবে ৬ ওভারে ১ উইকেট হরিয়েই জয়ের লক্ষে পৌছে যায় মহিলা টিম ইন্ডিয়া। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে প্রতিযোগিতার সেমি ফাইনালের টিকিট পাকা করে ফেলল ভারতীয় দল।
advertisement

ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ইনিংসের শুরু থেকেই ক্রমাগত ব্য়বধানে উইকেট হারাতে শুরু করে থাইল্য়ান্ড মহিলা ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন মালেশিয়ার উইকেট রক্ষক নানাপট ক‍ঞ্চারয়েনকাই। এছাড়া কোনও ব্য়াটারই দুই অঙ্কের সংখ্য়ায় পৌছতে পারেনি। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্নেহ রানা। ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। একটি উইকেট নেন মেঘনা সিং।

advertisement

মাত্র ৩৮ রানের টার্গেট ভারতীয় দলের কাছে যে জল-ভাত হতে চলেছে তা জানাই ছিল। শুরুটাই ভালোই করেছিল দুই ওপেনার সাভিনেনি মেঘনা ও শেফালি ভার্মা। তবে ১৭ রানে একমাত্র উইকেটটি হারায় টিম ইন্ডিয়া। ৮ রান করে আউট শেফালি ভার্মা। এরপর পুজা ভাস্ত্রাকর ও মেঘনা মিলে দলকে জয়ের লক্ষ্য়ে পৌছে যায়। বেশি কিছু আক্রমণাত্মক শট খেলেন দুজনে। ৬ ওভারে ম্য়াচ জিতে নেয় ভারত। ২০ রানে মেঘনা ও ১২ রানে পুজা অপরাজিত থাকেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই জয়ের ফলে ৬ ম্য়াচে ৫ জয়ের সৌজন্য়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের নেট রান রেট ৩.১৪১। পাকিস্তান এক ম্য়াচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকলেও রান রেট ভারতের থেকে কম। ফলে শেষ ম্য়াচ পাকিস্তান জিতলেও শীর্ষ স্থানে ভারতের থাকা এক প্রকার নিশ্চিৎ।

বাংলা খবর/ খবর/খেলা/
৬ ওভারেই শেষ খেলা, থাইল্য়ান্ডকে হারিয়ে মহিলা এশিয়া কাপের সেমিতে ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল