TRENDING:

সোনা জয়ের হ্যাটট্রিক ভারতের, তিরন্দাজিতে মেয়েদের পর ছেলেদের পদক জয়

Last Updated:

Compound Archery Gold: একই দিনে তিনটি সোনা ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে দাপট ভারতীয়দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাংঝউ:  কমপাউন্ড তিরন্দাজিতে ভারতের মহিলা দলের পর ছেলেরাও জিতল সোনা। বৃহস্পতিবার ভারতের সোনা জয়ের হ্যাটট্রিক হল। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৮৪।
advertisement

ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টে হারাল ভারতীয় দল। তার আগে আজই  ভারতীয় মহিলা দল চাইনিজ তাইপেইকে হারায়। অদিতি গোপীচাঁদ স্বামী-জ্যোতি সুরেখা-পারনীত কাউরদের দল ভারতকে সোনা জেতান। তার পর অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধানের দলও দেশকে কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জেতালেন।

আরও পড়ুন- স্কোয়াশেও দুরন্ত ভারত, সোনা জিতলেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল

advertisement

পিভি সিন্ধুর মতো ব্যাডমিন্টন তারকার থেকে সোনার পদকের আশা করেছিল গোটা দেশ। তবে তাঁর ব্যর্থতার দিনে ভারতীয়দের মুখে হাসি ফোটাল তিরন্দাজি দল। ছেলে ও মেয়েদের দল জিতল সোনা। একই দিনে সোনা জয়ের হ্যাটট্রিক হল ভারতের।

আরও পড়ুন- কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে সোনা জয় ভারতের

২০২৩ সালটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনার হরফে লেখা থাকবে। চলতি এশিয়ান গেমসে রেকর্ড সংখ্যক পদক জিতেছে ভারতীয় দল। এখনও ইভেন্ট বাকি। ফলে ভারতের পদকের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে ২১টি সেনা জিতেছে ভারত। সোনা জয়ের সম্ভাবনা প্রবল স্কোয়াশে সৌরভ ঘোষালের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সোনা জয়ের হ্যাটট্রিক ভারতের, তিরন্দাজিতে মেয়েদের পর ছেলেদের পদক জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল