মিড ফিল্ডের দায়িত্ত্বভার থাকবে মনপ্রীত সিং এবং সদ্য দলে ডাক পাওয়া বিবেক সাগর প্রসাদের কাছে। বিবেক চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলেননি। তবে তিনি এখন পুরোপুরি চোট মুক্ত। তাই তাকে রেখেই দল সাজাবেন ভারতীয় হকি কোচ। গ্রাহাম রিডের মূল অস্ত্র তার দলের ফরওয়ার্ডরা। আকাশদীপ ফর্মে আছেন এবং তার সতীর্থ হবেন অভিষেক এবং সুখজিত সিং।
advertisement
ললিত উপাধ্যায় নিজের দিনে অপ্রতিরোধ্য হয়ে ওঠার ক্ষমতা রাখেন। এছাড়া ঘরের মাঠে হকি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন ভারতীয় কোচ গ্রাহাম রিড। তার কথায়, ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা সর্বদাই সুবিধার। হকি বিশ্বকাপের মতন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেশ গুলি নিজেদের পূর্ণ শক্তির দলই নিয়ে ভারতে পা রাখছে।
আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ আছে,তাই টুর্নামেন্টে আমরা আশা করছি ভাল পারফর্ম করতে পারবো।টোকিও অলিম্পিক্স এ ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় দল। শেষবার ১৯৭৫ সালে বিশ্বকাপে সফল হয়েছিল ভারতীয় দল। তাই ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হতে তৈরি ভারতীয় হকি দল।
তবে চ্যাম্পিয়ন হতে গেলে এবং বেলজিয়াম অথবা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পরে দেখা যখন হবে তখন মিডফিল্ড এবং ডিফেন্স যেমন শক্ত রাখতে হবে, তেমনই হাফ চান্স থেকে গোল করতে হবে। পেনাল্টি কর্নার অবশ্য হরমন ছাড়াও বরুণ কুমার এবং অমিত রহিদাস যথেষ্ট দক্ষ।