TRENDING:

শক্তিশালী মিডফিল্ড এবং কুশলী ফরওয়ার্ড লাইন ভারতের শক্তি হকি বিশ্বকাপে, বলছেন কোচ রিড

Last Updated:

Indian hockey team has good mixture of midfield and attacking line says coach Graham Reid. হকি বিশ্বকাপে ৪৭ বছর পর নতুন সূর্যোদয়ের অপেক্ষায় মনপ্রীত, শ্রীজেশরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: ঘরের মাঠে বিশ্বকাপ, ফেভারিট না হলেও ভারতীয় দলের ওপর চাপ থাকবে সেটা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে টোকিও অলিম্পিকে পদক জয়ের পর ভারতীয় হকি নিয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। পি আর শ্রীজেশ নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছে এবছর। গোল বাঁচানোর দায়িত্ত্ব তার কাধেই থাকবে। ব্যাঙ্গালুরুর সাই প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করেছে ভারতীয় হকি দল।
আক্রমণ এবং রক্ষণের ব্যালেন্স ভারতীয় হাকির মূল মন্ত্র বিশ্বকাপে
আক্রমণ এবং রক্ষণের ব্যালেন্স ভারতীয় হাকির মূল মন্ত্র বিশ্বকাপে
advertisement

মিড ফিল্ডের দায়িত্ত্বভার থাকবে মনপ্রীত সিং এবং সদ্য দলে ডাক পাওয়া বিবেক সাগর প্রসাদের কাছে। বিবেক চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলেননি। তবে তিনি এখন পুরোপুরি চোট মুক্ত। তাই তাকে রেখেই দল সাজাবেন ভারতীয় হকি কোচ। গ্রাহাম রিডের মূল অস্ত্র তার দলের ফরওয়ার্ডরা। আকাশদীপ ফর্মে আছেন এবং তার সতীর্থ হবেন অভিষেক এবং সুখজিত সিং।

advertisement

আরও পড়ুন - হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ভারতীয় খেলোয়াড় পাবেন এক কোটি! বিশাল ঘোষণা ওড়িশা সরকারের

ললিত উপাধ্যায় নিজের দিনে অপ্রতিরোধ্য হয়ে ওঠার ক্ষমতা রাখেন। এছাড়া ঘরের মাঠে হকি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন ভারতীয় কোচ গ্রাহাম রিড। তার কথায়, ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা সর্বদাই সুবিধার। হকি বিশ্বকাপের মতন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেশ গুলি নিজেদের পূর্ণ শক্তির দলই নিয়ে ভারতে পা রাখছে।

advertisement

আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ আছে,তাই টুর্নামেন্টে আমরা আশা করছি ভাল পারফর্ম করতে পারবো।টোকিও অলিম্পিক্স এ ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় দল। শেষবার ১৯৭৫ সালে বিশ্বকাপে সফল হয়েছিল ভারতীয় দল। তাই ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হতে তৈরি ভারতীয় হকি দল।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে চ্যাম্পিয়ন হতে গেলে এবং বেলজিয়াম অথবা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পরে দেখা যখন হবে তখন মিডফিল্ড এবং ডিফেন্স যেমন শক্ত রাখতে হবে, তেমনই হাফ চান্স থেকে গোল করতে হবে। পেনাল্টি কর্নার অবশ্য হরমন ছাড়াও বরুণ কুমার এবং অমিত রহিদাস যথেষ্ট দক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শক্তিশালী মিডফিল্ড এবং কুশলী ফরওয়ার্ড লাইন ভারতের শক্তি হকি বিশ্বকাপে, বলছেন কোচ রিড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল