আরও পড়ুন - Pranati Nayak : জিমন্যাস্টিকের ফাইনালে বাংলার প্রণতি! সোমবার নামছেন সোনা জয়ের লড়াইয়ে
এরপর প্রথম কোয়ার্টারে হরমন এবং সামসের এগিয়ে দেয় ৩-০ ব্যবধানে। ব্যবধান বাড়ান আকাশদীপ। এরপর শুধু দেখার ছিল ভারত ব্যবধানটা কোন জায়গায় নিয়ে যায়। সময় যত গড়াল ঘানার পক্ষে অত্যাচার ততই বেড়ে গেল। নীলকান্ত, যুগরাজ, বরুণ কুমার গোল করলেন। পেনাল্টি কর্নার থেকে এদিন চারটে গোল করল ভারত।
advertisement
ভারতের স্কিল, স্টিকওয়ার্ক এবং বডি ফেন্টিং ধরতেই পারেনি আফ্রিকার অন্যতম সেরা দল। রবিবার সামনে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। ভারতকে যারা কঠিন চ্যালেঞ্জ জানাবে। কমনওয়েলথ হকিতে ভারত কখনও সোনা জেতেনি। দুটো রূপো আছে। এবার চাকা বদলাতে মরিয়া ভারত।
ভারতের সামনে এরপর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া। তারাই টুর্নামেন্টের সেরা দল। ভারত বারবার আটকে যায় অস্ট্রেলিয়ার কাছেই। ভারতের অস্ট্রেলিয়ান ম্যানেজার গ্রাহাম রিড দলকে তৈরি করেছেন অস্ট্রেলিয়াকে হারানোর মানসিকতা নিয়ে।
তাই আজ ঘানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় দেখে আনন্দে আত্মহারা হতে রাজি নয় ভারত। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তাদের প্রধান প্রতিপক্ষ। সেটা মাথায় রেখেই পরের ম্যাচে নামবে টোকিওতে তৃতীয় হওয়া দল।