বিদায় একপ্রকাশ নিশ্চিত ছিল। মঙ্গলবার তা করেই দিল ভারতীয় ফুটবল ফেডারেশন। যুব বিশ্বকাপের ন’মাস আগে ছেঁটে ফেলা হল যুব দলের জার্মান কোচ নিকোলাই অ্যাডামকে। গত কয়েকদিন আগেই ফুটবলারদের নির্যাতনের অভিযোগ উঠেছিল কোচের বিরুদ্ধে। চার মিজো ফুটবলারকে শারীরিক ভাবে নিগ্রহের অভিযোগেই মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হল।
ফুটবল হাউজের খবর, চার মাসের বকেয়া বেতন-সহ অ্যাডামকে পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অক্টোবরেই ভারতের মাটিতে বিশ্বকাপ। তার আগেই এই ঘটনাকে মোটেই ধাক্কা বলে মনে করছেন না কর্তারা।বরং নতুন কোচের সন্ধানে তৎপর তাঁরা। সূত্রের খবর, যুব দলের কোচের দৌড়ে এগিয়ে স্কট ও’ডোনেল। যাঁর সঙ্গে আগামী কয়েক দিনেই মধ্যেই চুক্তি সই হবে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2017 7:02 PM IST