২০২০ সালের ডিসেম্বরে কোভিড প্রোটোকল ভেঙে পার্টি করতে গিয়ে সমস্যায় পড়েন সুরেশ রায়না। মুম্বইয়ের এক জায়গায় গায়ক গুরু রন্ধওয়ার সঙ্গে পার্টিতে ছিলেন তিনি। পুলিশ ওই জায়গা থেকে ৩৪ জনকে আটক করেছিল।
advertisement
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও সচিন তেন্ডুলকরের ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলি ও তাঁর স্ত্রীকে ২০১৫ সালে আটক করেছিল মুম্বই পুলিশ। তাঁদের বাড়ির পরিচারিকা কাম্বলি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছিলেন।
৩৪ বছর আগের মামলায় সম্প্রতি কারাদণ্ড হয়েছে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর। ১৯৯৮ সালে একটি পথ দুর্ঘটনার পর জরিমানা দিয়ে সাময়িক স্বস্তি পেয়েছিলেন সিধু। তবে এবার তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছে অ্যাপেক্স কোর্ট।
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোর পর তিহাড় জেলে এক মাসের বেশি সময় ছিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার এস শ্রীসন্থ।