এই সুখবর শার্দুল নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন। ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্টে তিনি জানান। উল্লেখযোগ্যভাবে, এর আগে দম্পতির তরফে গর্ভাবস্থা নিয়ে কোনো প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে হঠাৎ এই ঘোষণা ভক্তদের কাছে এক বড় চমক হয়ে আসে। পোস্টে শার্দুল বাবা-মায়ের নিঃশর্ত ভালোবাসা, নীরবতা ও বিশ্বাসের কথা উল্লেখ করে তাঁদের “ছোট্ট গোপন রহস্য”-এর আগমনের কথা জানান।
advertisement
শার্দুল ও মিতালির সম্পর্কের শুরু স্কুল জীবন থেকে। বন্ধুত্ব থেকে প্রেম এবং শেষ পর্যন্ত বিবাহ—এই পথচলায় দু’জনে সবসময় একে অপরের পাশে ছিলেন। ২০২১ সালের নভেম্বরে তাঁদের বাগদান হয় এবং ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মিতালি পারুলকার একজন সফল ব্যবসায়ীও বটে। কমার্সে পড়াশোনা শেষে তিনি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন এবং পরে নিজের প্যাশন থেকে থানেতে ‘অল জ্যাজ বেকারি’ শুরু করেন।
আরও পড়ুনঃ আর কতদিন ওডিআই খেলবেন রোহিত? বিশ্বকাপের আগেই অবসর! বড় আপডেট দিলেন শর্মাজি
ক্রিকেট কেরিয়ারে শার্দুল ঠাকুর ভারতের জন্য ২০১৭ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এখন পর্যন্ত তিনি ১৩টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৩১টি উইকেট ও ৭৭৫ রান। আইপিএল ২০২৬-এ তাঁকে আবারও নিজের ঘরোয়া দল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে, যা তাঁর কেরিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।
