ভারতীয় দলের কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ঋষভ পন্থ সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চলতি বছরে একদিনের বিশ্বকাপের আগে যাতে তিনি কামব্যাক করতে পারেন সেটাই চাইছেন ফ্যান থেকে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর পর সুর্যকুমার যাদব বলেন,‘আমরা ঋষভ পন্তের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করেছি। ওর প্রত্যাবর্তন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছি। ওদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের জন্য অপেক্ষা করছি।’
advertisement
আরও পড়ুনঃ 'মেসি অযোগ্য, বিশ্বকাপে সোনার বল দেওয়া ভুল সিদ্ধান্ত', বিস্ফোরক দাবি ফিফার প্রাক্তন সভাপতির
প্রসঙ্গত, গত বছর ৩০ ডিসেম্বর ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ঋষভ পন্থ। শরাীরে একাধিক চোটের পাশাপাশি লিগামেন্ট ছিড়ে যায় তাঁর। প্রথমে তাকে দেরাদুন ও তারপর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে স্থানান্তরীত করা হয়। বিসিসিআই বিশেষ চিকিৎসক দল ও দিনেশ পরদিওয়ালা তত্ত্বাবধানে পন্থের অস্ত্রোপচার হয়। খুব শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে খবর। তবে কবে থেকে পন্থ মাঠে নামতে পারবেন সেবিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি চিকিৎসকরা।